ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাপেলের অন্যরকম কাজ

প্রকাশিত: ০৮:৩৯, ২২ এপ্রিল ২০১৭

এ্যাপেলের অন্যরকম কাজ

গোটা বিশ্বে ডায়াবেটিস এমন একটি রোগ যা সকলেই আক্রান্ত। এবার তা নিয়ন্ত্রণে সেন্সর তৈরির লক্ষ্যে একদল জৈব চিকিৎসা বিজ্ঞানী নিয়োগ করেছে এ্যাপেল। কিন্তু এই প্রকল্পটি আপাতত চলছে সম্পূর্ণ গোপনে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই সেন্সর তৈরি ছিল স্টিভ জবসের স্বপ্ন। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে এ্যাপলের কর্পোরেটপ্রধান কার্যালয়ের কাছেই একটি কার্যালয়ে কাজ করবেন এই বিজ্ঞানীরা। যদিও এ ব্যাপারে সংস্থার তরফ থেকে মুখ খুলতে চায়নি। সম্প্রতি হাইফাই টেকনোলজির ডিভাইসের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে বিভিন্ন প্রযুক্তি সংস্থা এবং ওষুধ নির্মাতা সংস্থাগুলো একসঙ্গে কাজ করতেও শুরু করেছে। শুধু ডায়াবেটিস নয় নার্ভের রোগ নিরাময়ে আগের বছরই ‘গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি’-এর কাজ করতে শুরু করেছে গুগলের মূল সংস্থা এ্যালফাবেট। এ ছাড়া আরও অনেক সংস্থা বায়োইলেক্ট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে। এবার এ্যাপলও মনোযোগ দিয়েছে এই দিকে।
×