ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুরিয়ারের জিনিস ভাগবাটোয়ারা করবে রোবট

প্রকাশিত: ০৮:৩৮, ২২ এপ্রিল ২০১৭

কুরিয়ারের জিনিস ভাগবাটোয়ারা করবে রোবট

কুরিয়ার সংস্থাগুলোর জন্য একটি বড় কাজ হলো চিঠিপত্রগুলো নির্দিষ্ট ঠিকানায় ভাগ ভাগ করে নেয়া। এবার আরও সহজ করতে নয়া টেকনোলজির সাহায্যে নিচ্ছে একটি চীনা সংস্থা। চীনের সবচেয়ে বড় কুরিয়ার সার্ভিস সংস্থা চিঠিপত্র ও পার্সেল শর্টিং করার জন্য নিয়োগ করেছে ৩০০ রোবট। রোবটগুলো ঘণ্টায় ২০ হাজার পার্সেল নির্দিষ্ট স্থানে রাখতে সক্ষম। ফলে সংস্থাটির কাজের সমস্যা এখন অনেক কমে গিয়েছে। ছোট কমলা রঙের রোবটগুলোর প্রতিটি সাড়ে সাত ইঞ্চি উঁচু। এগুলো তাদের ওপরের অংশেই পার্সেল বহন করে। ১১ পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারে রোবটগুলো। প্রতি সেকেন্ডে এগুলো সর্বোচ্চ ৯.৮ ফুট দূরত্ব অতিক্রম করতে পারে। এ রোবটগুলোর সহায়তায় ওয়্যারহাউসের ৭০ শতাংশ মানুষের প্রয়োজনীয়তা কমে গিয়েছে বলে সূত্রের খবর। এ ছাড়া এতে কাজের গতিও অনেক বেড়ে গিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া এতে নিখুঁতভাবে পার্সেল সরবরাহ করাও সম্ভব হচ্ছে। এতসব দেখার পর অনেকে ইতোমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে তবে কি, কর্মক্ষেত্রে মানুষের চাহিদা কমতে থাকছে?। যাই হোক এই প্রশ্নের উত্তর হয়ত ভবিষ্যতে পাওয়া যাবে। কিন্তু এটা ভালই বোঝা যাচ্ছে রোবটের চাহিদা সব জায়গায় বাড়তে শুরু করেছে। সূত্র ॥ আইটি ডটকম ডেস্ক
×