ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত: ০৭:১৪, ২২ এপ্রিল ২০১৭

প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরবাসী

প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। তবুও তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়েই সারতে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। আর গরমের হাত থেকে রক্ষা পেতে রাস্তার পাশের খোলা খাবার বা শরবত খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খুব সকালের ঝলমলে রোদ ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপ। কয়েকদিন ধরেই বেড়ে চলেছে এই তীব্রতা। তবে নাগরিক জীবনে এই তীব্র গরমকে উপেক্ষা করে সবাই ছুটছেন নিজ কর্মস্থলে। আবহাওয়া অফিস জানাচ্ছে, ১৮ তারিখের পর তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। সম্ভাবনা নেই বৃষ্টিরও। গরমে অতিষ্ঠ নগরবাসী একটু স্বস্তির আশায় রাস্তার পাশের শরবত ও খোলা রসালো ফল খাচ্ছে প্রতিনিয়ত। তবে খাবারগুলো অস্বাস্থ্যকর হওয়ায় এগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভ্যাপসা গরমে সুস্থ থাকতে ছাতা আর বিশুদ্ধ পানি সঙ্গে রাখার পাশাপাশি যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। -স্টাফ রিপোর্টার
×