ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যানার-ফেস্টুনে ছবি ব্যবহার নিষিদ্ধ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রকাশিত: ০৪:১০, ২১ এপ্রিল ২০১৭

ব্যানার-ফেস্টুনে ছবি ব্যবহার নিষিদ্ধ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ

অনলাইন রিপোর্টার ॥ নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি উপলক্ষে তৈরি ব্যানার-ফেস্টুনে নিজেদের ছবি ব্যবহার নিষিদ্ধ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। বির্তকিত কর্মকাণ্ডে খবরের শিরোনাম হওয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল গণভবন ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে শাসানোর পরদিন এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তারা বলেন, কোন ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার বাধ্যতামূলক। যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে সব ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেন তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার গণভবনে ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে পড়া এবং বিভিন্ন বিতর্কিত ঘটনায় সংগঠনের নাম জড়ানোয় শীর্ষ দুই নেতাকে সতর্ক করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাদের তৎপর হতে বলেন।
×