ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় মিশন খোলার জন্য পোল্যান্ডকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:১২, ২১ এপ্রিল ২০১৭

ঢাকায় মিশন খোলার জন্য পোল্যান্ডকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

কূটনেতিক রিপোর্টার ॥ ঢাকায় মিশন খোলার জন্য পোল্যান্ডকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পোল্যান্ডের আবাসিক মিশন খোলা হলে আগামীতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, শিক্ষা, কৃষি, উদ্ভাবন ইত্যাদি সহযোগিতা বাড়বে। এছাড়া উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে কর্মকর্তা ও রাজনৈতিক পর্যায়ে সংলাপ আয়োজনের গুরুত্বারোপ করেছে। পোল্যান্ডে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির উপমন্ত্রী জোয়ানা ওরনেকার সঙ্গে এক বৈঠকে এসব আলোচনা হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পোল্যান্ডের ওয়ারশে দেশটির আফ্রিকা-মধ্যপ্রাচ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী জোয়ানা ওরনেকার সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাড়িয়েছিল পোল্যান্ড। তখন থেকেই উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এখন সময় তৃপ্ত। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ পোল্যান্ডে ২০১৫ সালে স্থায়ী মিশন খুলেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের গুরুত্ব অনুধাবন করেই এই মিশন খোলা হয়েছে। তিনি বাংলাদেশেও একটি পোল্যান্ডের মিশন খোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় পোল্যান্ডের আবাসিক মিশন খোলা হলে আগামীতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, শিক্ষা, কৃষি, উদ্ভাবন ইত্যাদি সহযোগিতা বাড়বে। এছাড়া ভিসা সহজ করলে পোল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের সুযোগ বাড়বে। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ দেয়ার জন্যও আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময় পোল্যান্ডের উপমন্ত্রী জানান, বাংলাদেশী শিক্ষার্থীরা পোল্যান্ডে যেন শিক্ষার যথাযথ সুযোগ পান, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। বৈঠকে পোলিশ উপমন্ত্রী জোয়ানা ওরনেকা উভয় দেশের সরকারের কর্মকর্তা ও রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ অনুষ্ঠানের জন্য জোর দেন। তিনি বলেন, নিয়মিত সংলাপ অনুষ্ঠান হলে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পোল্যান্ডকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানান। উভয় দেশের মধ্যে কর্মকর্তা ও রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য গুরুত্বারোপ করেন। শাহরিয়ার আলম জানান, পোল্যান্ডের প্রতিবেশী ইউরোপের অনেক দেশের মধ্যেই এই ধরণের সহযোগিতার সম্পর্ক রয়েছে। বৈঠকে পোলিশ উপমন্ত্রী ১৩৬তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য বাংলাদেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী তেডেসুজ কোসিনিস্কির সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫দিনের সফরে বেলারুশ ও পোল্যান্ড সফরে রয়েছেন। সফর শেষে তিনি আগামীকাল শনিবার ঢাকা ফিরবেন।
×