ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোয়া কোটি টাকার জাল রেভিনিউ ষ্ট্যাম্পসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০২:২৫, ২১ এপ্রিল ২০১৭

সোয়া কোটি টাকার জাল রেভিনিউ ষ্ট্যাম্পসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনা ও তেজগাঁওয়ে প্রায় কোটি টাকার জাল রেভিনিউ ষ্ট্যাম্প উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ চাঁন মিয়া (৩৫), মোঃ ইকবাল হোসেন (৩১), মোঃ আঃ রশিদ (৪৫), সেলিম মিয়া (৩৮) ও রমজান মুন্সী ওরফে জামসেদ (৪২)। ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) বিভাগের তেজগাঁও জোনাল টিমে কারওয়ান বাজারের ১নং সিটি কর্পোরেশন মার্কেট ও রমনা থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে জাল রেভিনিউ ষ্ট্যাম্প চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ১৫০ টাকার জাল রেভিনিউ ষ্ট্যাম্প উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল রেভিনিউ ষ্ট্যাম্পের মধ্যে ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকার ৩৫ হাজার ১৬২টি জাল রেভিনিউ ষ্ট্যাম্প রয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার জাল ষ্ট্যাম্প ব্যবসায়ী। নিজেরা জাল ষ্ট্যাম্প প্রস্তুত করে এবং অন্যান্য জাল ষ্ট্যাম্প প্রস্তুতকারীদের নিকট হতে পাইকারীভাবে বেশি পরিমান জাল রেভিনিউ ষ্ট্যাম্প সংগ্রহ করে। পরে ওই জাল ষ্ট্যাম্প রাজধানীসহ দেশের বভিন্ন জায়গায় অবস্থানরত খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
×