ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক অপশক্তির কালো থাবা দেশকে গ্রাস করে ফেলেছে- সেলিম

প্রকাশিত: ০২:০৭, ২১ এপ্রিল ২০১৭

সাম্প্রদায়িক অপশক্তির কালো থাবা দেশকে গ্রাস করে ফেলেছে- সেলিম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির কালো থাবা দেশকে গ্রাস করে ফেলেছে। গ্রামের সাধারণ মানুষকে এরা বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে বিএনপি জামাতকে সাথে নিয়ে ক্ষমতার অংশীদার করেছিল, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ হেফাজতের সাথে আপস করেছে। সাম্প্রদায়িক অপশক্তির কাছে সরকার একের পর এক মাথা নত করছে। এই অপশক্তির হাত থেকে গ্রামাঞ্চলকে বাঁচাতে কৃষক-ক্ষেতমজুরসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির যৌথ সভায় সেলিম আরও বলেন, কৃষক-ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধভাবে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কাজ বাড়াতে হবে। একাত্তর সালে মুক্তাঞ্চলে চুরি-ডাকাতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন তাদের ন্যায়সঙ্গত দাবী আদায়ে ঐক্যবদ্ধ হতে থাকে তখন শোষকের দল মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেয়। অতীতে যেখানে কৃষক সংগঠন ও আন্দোলন শক্তিশালী ছিল সেখানে সাম্প্রদায়িক অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। তিনি আরও বলেন, হেফাজতের ১৩ দফার সবগুলো সরকার বাস্তবায়ন করেছে। পাঠ্যবইয়ে সকল প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। এখন তারা সুপ্রীম কোর্টের সামনে ভাস্কর্য নিয়ে মেতে উঠেছে। এরা সাধারণ মানুষের অধিকারের কথা বলে না উল্লেখ করে তিনি বলেন লক্ষ লক্ষ হাওরবাসী যখন উপবাসী তাদের প্রতি এদের কোন কথা নেই। সভায় নেতৃবৃন্দ বলেন, কৃষকরা আজ ফসলের দাম পাচ্ছে না। ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে পল্লী রেশন চালু ও ফসলের লাভজনক দাম দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, হাওর ভেসে লক্ষ লক্ষ মানুষকে দুর্দশাগ্রস্থ করা হয়েছে। এখন সাধারণ মানুষের বেচে থাকার অবলম্বন মাছগুলোও মারা যাচ্ছে। অথচ সরকারের এ ব্যাপারে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। নেতৃবন্দ অবিলম্বে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে মানুষকে বাঁচানোর দাবি করেন। সভায় হাওরবাসীকে রক্ষায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ আরো বলেন, প্রতি বছর অকাল বন্যায় হাওর অঞ্চলের ফসল নষ্ট হচ্ছে। অথচ এ সমস্যার স্থায়ী কোন প্রতিকার মিলছে না। অথচ সরকার হাওর উন্নয়নের নামে প্রতি বছর শত-শত কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এসব এলাকার উন্নয়নে বিশেষ প্রকল্প রয়েছে। তাহলে কেন কাজের কাজ হচ্ছে না। বছরের পর বছর প্রকল্পের কাজ ঝুলে থাকে। টাকা ব্যয় হয়, অথচ কাজ হয় না। অপরাধীচক্রের বিচারও হয় না। এসব ক্ষেত্রে যে কোন মূল্যে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান বাম নেতারা। ক্ষেতমজুর সমিতির সভাপতি অ্যাড. সোহেল আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা অ্যাড. এস এ সবুর।
×