ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাস-মোটর সাইকেল সংঘর্ষে নৌ-বাহিনীর তিন সদস্য নিহত

প্রকাশিত: ০২:০৫, ২১ এপ্রিল ২০১৭

বাস-মোটর সাইকেল সংঘর্ষে নৌ-বাহিনীর তিন সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, কলাপাড়া ॥ কলাপাড়া পটুয়াখালী মহাসড়কের বান্দ্রা নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নৌবাহিনীর তিন সদস্য ফুয়াদ হোসেন, আবদুস সাদেক ও এনামুল হক মারা গেছে। শুক্রবার দুপুরে মহাসড়কের কলাপাড়া-আমতলী সীমান্তে বান্দ্রায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়াদ হোসেনের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া ও আবদুস সাদেকের বাড়ি ময়মসিংহে ও এনামুল হকের বড়ি খাগরাছড়ি এলাকায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলাপাড়া থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী বাস আল্লার দান (ঢাকা মেট্রো-ঝ-১১-০৭১৮) বিপরীত দিক আসা নৌবাহিনীর তিন সদস্যদের দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই নাবিক ফুয়াদ হোসেন এবং আবদুস সাদেক মারা যায়। সংবাদ পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদের দেহ উদ্ধার করে আমতলীতে নেয়া হয়। গুরুতর আহতাবস্থায় অপর সদস্য এনামুল হককে তাৎক্ষনিক কলাপাড়া হাসপালতে ভর্তি করা হয়। আনুমানিক সাড়ে তিনটার দিকে এনামুল হকও মারা যায়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পায়রা সমুদ্র বন্দরের নিরাপত্তা কর্মকর্তা (নৌ-বাহীনির) ক্যাপ্টেন জাহাঙ্গীর হোসেন। তিনি সাংবাদিকদের জানান, গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রস্তুতি নেয় হয়েছিল। ঢাকায় পাঠানোর জন্য হেলিকপ্টারটি বিকেল আনুমানিক ৪টার দিতে পৌঁছার আগেই এনামূল মারা যায়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জুনায়েত হোসেন খান লেলিন জানান, আহত এলামুল হকের ব্রেন হ্যামারসহ ডান পা ও চোয়াল ভেঙ্গে গুরুতর জখম হয়। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে হেলিকপ্টার আসার আগেই সে মারা যায়। আমতলী থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
×