ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্যাসের অভাবে দুর্ভোগে মিরপুরবাসী

প্রকাশিত: ০১:৫২, ২১ এপ্রিল ২০১৭

গ্যাসের অভাবে দুর্ভোগে মিরপুরবাসী

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরবাসী মেট্রোরেল প্রকল্পের কাজে ঘোষণার বেশি সময় ধরে গ্যাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল, তবে শুক্রবার বিকাল পর্যন্ত গ্যাস আসেনি বেশিরভাগ এলাকায়। কখন গ্যাস আসতে পারে জানতে চাইলে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এইচএম ইসলাম বলেছেন, সব এলাকায় গ্যাস পৌঁছাতে রাত হয়ে যেতে পারে। মিরপুরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর-৭ নম্বর এলাকা ছাড়া আর কোথাও বিকাল পর্যন্ত গ্যাস আসেনি। এই পরিস্থিতিতে ছুটির দিনের দুপুরে বাসায় রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েছে মানুষ। জুমার নামাজের পর স্থানীয় রেস্তোরাঁগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। রেস্তোরাঁয় ভিড় থাকায় অনেকে আবার ছুটছেন ফাস্ট ফুডের দোকানে। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এইচএম ইসলাম বলেন,‘মেট্রোরেলের পাইপলাইনের কাজ চূড়ান্ত করার জন্য মিরপুর এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আমরা ঘোষণা দিয়েছিলাম, শুক্রবার দুপুরের মধ্যে গ্যাস আসবে। কিন্তু একটু বেশি সময় লেগে যাচ্ছে। আশা করছি, যেসব এলাকায় গ্যাস আসেনি, সেখানে আজ রাতের মধ্যে চলে আসবে।’
×