ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ নারী মুক্তি সংসদের ঠাকুরগাঁও জেলা সম্মেলন

প্রকাশিত: ২৩:৫৯, ২১ এপ্রিল ২০১৭

বাংলাদেশ নারী মুক্তি সংসদের ঠাকুরগাঁও জেলা সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “নারী মুক্তির সংগ্রাম-মানব মুক্তির সংগ্রাম” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়াকার্স পার্টির মহিলা সংগঠন বাংলাদেশ নারী মুক্তি সংসদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন আজ শুক্রবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, কেন্দ্রিয় পরিষদের সাধারণ সম্পাদক সালেহা সুলতানা। জেলা নারী মুক্তি সংসদের আহবায়ক আফরোজা রিকার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি জেলা শাখার সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ফয়জুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের নেতা এড. ইমরান হোসেন, তৈমুর হোসেন, বদর উদ্দিন, সেফালী বেগম, দিপু রানী রায় প্রমূখ। পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আহবায়ক আফরোজা রিকাকে সভাপতি মনোনীত করে নুতন জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের শুরুতে একটি র্যা লী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×