ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুর শহরের হোটেলে অগ্নিকান্ড

প্রকাশিত: ২৩:৩৫, ২১ এপ্রিল ২০১৭

জামালপুর শহরের হোটেলে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর॥ জামালপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গেইটপাড়ে মুন্সি হোটেল এন্ড রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বেলা পৌনে দুটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সি হোটেলের পাশের মধুমহল মিষ্টির দোকানের একজন কর্মী কাজ করার সময় তাদের দোকানে সাদা ধোয়া দেখতে পান। পরে নিশ্চিত হন যে পাশের মুন্সি হোটেলে আগুন লেগেছে। দীর্ঘ দিন ধরে হোটেলটি বন্ধ রয়েছে। শাটার নামিয়ে তালা দেওয়া থাকে। ভেতরে আগুন লেগেছে টের পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ লোকজন শাটার খোলার চেষ্টা করে ব্যর্থ হন। এ নিয়ে সেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাটারের তালা ভেঙে ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের একটি জুয়েলারি দোকান, দুটি হোটেলসহ অন্ততপক্ষে পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পায়। আগুনে হোটেলটির ভেতরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকান্ডের সময় হোটেলটির মালিক পক্ষ কেউ ছিলেন না। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়।
×