ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে হাওড়াঞ্চলের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৭, ২১ এপ্রিল ২০১৭

করিমগঞ্জে হাওড়াঞ্চলের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ আগাম বন্যায় কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের পাশাপাশি করিমগঞ্জ উপজেলার অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের জমি হাওড় অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে থাকায় এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ঋণ মওকুফ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে কিশোরগঞ্জ-চামটা সড়কের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের সামনে এ কর্মসূচিতে হাওড়ের নদী খনন ও পরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নিমাণেরও দাবি জানানো হয়। এতে করিমগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেয়। এ সময় বক্তৃতা করেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য হাসান মমিন উজ্জ্বল, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান চাঁন মিয়া, দেহুন্দা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সন্জু, জেলা মাদকবিরোধী প্রতিরোধ আন্দোলনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জামিল আনছারী প্রমুখ।
×