ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৪

প্রকাশিত: ২৩:০৫, ২১ এপ্রিল ২০১৭

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৪

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটনায় শুক্রবার ভোরে আরেকজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ রুস্তম আলী শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এদিকে বয়লার বিস্ফোরণ ঘটনা তদন্তে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর ৫ জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী, কলকারখানা পরিদর্শক জুলফিকার আলী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও বয়লার পরিদর্শক হুমায়ুন কবির। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যেই গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে সক্ষম হবে বলে জানান তিনি।
×