ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোমারু বিমান সতর্ক অবস্থায় রাখার নির্দেশ চীনের

প্রকাশিত: ১৯:১১, ২১ এপ্রিল ২০১৭

বোমারু বিমান সতর্ক অবস্থায় রাখার নির্দেশ চীনের

অনলাইন ডেস্ক ॥ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এমন বোমারু বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে চীন। উত্তর কোরিয়ার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বেইজিং এ উদ্যোগ নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সময় উত্তর কোরিয়র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে নতুন করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বেইজিংয়ের প্রতি নতুন করে আহ্বান জানায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় তার দিকে লক্ষ্য রাখছে চীন। এক কর্মকর্তা বলেছেন, ‘উত্তর কোরিয়াকে সামরিকভাবে চাপ প্রয়োগ কিংবা দেশটির শাসককে চীন করজোড়ে দাঁড় করাবে এ বিষয়টি কেউ ভাবছে না। তবে অন্য কিছুর চাইতে রাজনৈতিক সমাধানের কৌশলকেই প্রাদান্য দিচ্ছে চীন।’
×