ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধ জাহাজ নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

প্রকাশিত: ১৮:১০, ২১ এপ্রিল ২০১৭

যুদ্ধ জাহাজ নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে মার্কিন যুদ্ধ জাহাজ বহর কার্ল ভিনসন পাঠানোর ঘোষণা দিয়েও না পাঠানোয় যুক্তরাষ্ট্রকে নিয়ে বিদ্রুপ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ বিষয়টিকে ট্রাম্পের মিথ্যাচার ও চাপাবাজি বলে মন্তব্য করে হাসি-ঠাট্টা করছে। একইসঙ্গে তারা বলেছেন, ট্রাম্পের এমন মিথ্যাচারের পর যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না। গত ৮ এপ্রিল মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি স্ট্রাইক গ্রুপসহ বিমানবাহী রণতরী কার্ল ভিনসন কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কোরীয় উপদ্বীপে রণতরী পাঠানো হয়েছে। তবে এক সপ্তাহ পরে দেখা গেছে, রণতরীটি কোরীয় উপসাগরে প্রবেশ না করে ভারত মহাসাগরের সুন্দা প্রণালীতে প্রবেশ করেছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় ক্ষোভ, বিরক্তি ও কৌতুকের ঝড় উঠেছে। দেশটিতে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হং জুন পিও বলেন, ট্রাম্প যেভাবে মিথ্যা বলেছেন, তাতে তার শাসনে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না।
×