ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক সন্ত্রাসীদের ওপর নজরদারীতে হালনাগাদ তথ্য শিগগির অনলাইনে আসছে-ডিজি

প্রকাশিত: ০১:৩৯, ২০ এপ্রিল ২০১৭

মাদক সন্ত্রাসীদের ওপর নজরদারীতে হালনাগাদ তথ্য শিগগির অনলাইনে আসছে-ডিজি

স্টাফ রিপোর্টার ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ জানিয়েছেন, মাদক সন্ত্রাসীদের ওপর নজরদারি আরও সহজ করতে তাদের হালনাগাদ তথ্য শিগগির অনলাইনে আসছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রন অধিদফতরের মহাপরিচালক জানান, মাদক সন্ত্রাসীরা গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে তাদের নজরদারিতে রাখার জন্য আমরা শিগগির একটি অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। যেখানে তাদের সব ধরনের হালনাগাদ তথ্য রাখা হবে। তিনি জানান, এখন আমাদের কাছে তথ্য-উপাত্ত আছে। এটা অনলাইনে এলে অন্য বাহিনীর সঙ্গে কানেক্ট করা সহজ হবে। তাদের ওপর নজরদারি আরও সহজ হবে। আমরা এখনও নজরদারি অব্যাহত রেখেছি। কম্পিউটারাইজড হলে আরও বেশি নজরদারি সম্ভব হবে। ডিজি সালাহউদ্দিন মাহমুদ জানান, বিশেষজ্ঞ একটি টিম কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি ল্যাব প্রতিষ্ঠাসহ বিভাগটিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গত বছরের মার্চের তুলনায় এবারের মার্চে মাদকদ্রব্য জব্দ, আসামি আটক ও মামলা প্রায় দ্বিগুণ বেড়েছে। ইয়াবা জব্দ বেড়েছে প্রায় চার-পাঁচ গুণ। আগামী দিনে এসব তৎপরতা আরও বেড়ে যাবে। তিনি জানান, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের কারণে গত মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
×