ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটের ১৪ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০১:১১, ২০ এপ্রিল ২০১৭

বাগেরহাটের ১৪ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের ১৪ আসামির বিরুদ্ধে সাত অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য ৩১ মে দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। রাজাকাররা হলেন, বাগেরহাটের খান আশরাফ আলী (৬৫), খান আকরাম হোসেন(৬০), সূলতান আলী খান (৬৮), রুস্তম আলী মোল্লা (৭০), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মকছেদ আলী দিদার (৮৩), শেখ মো. উকিল উদ্দিন (৬২), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৬৪), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাশেম আলী শেখ (৭৯), মো. আজাহার আলী শিকদার (৬৪), মো. মকবুল মোল্লা (৭৯), মো. আব্দুল আলী মোল্লা (৬৫)। আসামিদের মধ্যে আজহার আলী শিকদার বিএনপি সমর্থক। বাকি সবাই জামায়াতে ইসলামীর সমর্থক।এর মধ্যে চার আসামি জেল হাজতে রয়েছেন। বাকি ১০ আসামি পলাতক। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি জানান, বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
×