ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সংঘর্ষ: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান কেন্দ্রীয় ছাত্রলীগের

প্রকাশিত: ০৬:০৮, ২০ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে সংঘর্ষ: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান কেন্দ্রীয় ছাত্রলীগের

অনলাইন রিপোর্টার ॥ মঙ্গলবার সংঘটিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্য ও ঘটনায় উস্কানিদাতাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে পুলিশের হামলায় আহত ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি সমবেদনাও জানিয়েছে সংগঠনটি। বুধবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অনেক নেতা-কর্মী পুলিশের হাতে লাঞ্চিত ও আহত হয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা বলতে চাই, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। সাম্প্রতিক সময়ে কালে সংঘটিত দেশে বিভিন্ন জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। যা দেশীয় ও আন্তর্জাতিকভাবে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কিন্তু চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের সঙ্গে পুলিশ সদস্যদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে। তা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনকের নিজ হাতে গড়া ছাত্রসংগঠন। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ছাত্রসংগঠন। বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে বা দেশের কোথাও কোনো সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি নেয়া হয়েছে আইনগত পদক্ষেপ। চট্টগ্রামের আন্দোলনটি ছিল একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলন। ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়মতান্ত্রিকভাবেই সেখানে আন্দোলন করছিল। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে পুলিশের কতিপয় সদস্য আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাই এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যসহ এর পেছনে যারা উস্কানী দিয়েছেন তাদের সবাইকে চিহ্নিত করে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তিতে কোনো ধরণের উস্কানী কিংবা গুজবে কান না দিয়ে ন্যায়ের পথে ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
×