ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বলিউড ॥ সোনাক্ষি সিনহার আরেক রূপ

প্রকাশিত: ০৬:০০, ২০ এপ্রিল ২০১৭

বলিউড ॥ সোনাক্ষি সিনহার আরেক রূপ

পাকিস্তানী লেখিকা সাবা ইমতিয়াজের উপন্যাস ‘করাচী, ইউ আর কিলিং মি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। সাংবাদিক হিসেবে সাবার বিশেষ খ্যাতি রয়েছে। এর বাইরে গল্প উপন্যাস লেখালেখির তিনি বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘করাচী, ইউ আর কিলিং মি’ ভারতের প্রকাশনা সংস্থা র‌্যানডম হাউস থেকে পেপারব্যাক আকারে প্রকাশের পর বেশ সাড়া পড়ে যায়। ২০ বছর বয়সী এক তরুণী সাংবাদিক আয়েশা খানকে নিয়ে লেখা উপন্যাসটিতে করাচী শহরে তার বসবাসের বিচিত্র মজার সব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কমেডি ক্রাইম থ্রিলার ধাঁচের এই উপন্যাসে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর এক শহর করাচীতে তরুণী সাংবাদিকের ব্যক্তিজীবন, পেশাগত জীবনের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি মেয়েটির পছন্দের মনের মানুষ খুঁজে ফেরার কথাও রয়েছে। ভয়ঙ্কর এই শহরে নানা আতঙ্কের মধ্যে বসবাস করলেও আয়েশা তার মনের মানুষ খুঁজে বের করতে গিয়ে নানা বিড়ম্বনার সম্মুখীন হয়। উপন্যাসে তার জীবনচিত্র তুলে ধরার মাধ্যমে করাচী শহরের বিচিত্র চিত্রও ফুটিয়ে তুলে ধরা হয়েছ। পাঠক মহলে বিপুলভাবে আদৃত হয় ‘করাচী, ইউ আর কিলিং মি’ উপন্যাসটি। সমালোচকদের প্রশংসা অর্জন করে। অনেকে এই উপন্যাসকে আরেকটি ‘ব্রিজেট জোনস ডায়েরি’ হিসেবেও অভিহিত করেছেন। বহুল আলোচিত এবং জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ‘নূর’। ছবিটির পরিচালক সুনীল সিপ্পি। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। তার সঙ্গে আরও আছেন কানন মিল, শিবানি ধান্ধেকার, পূরব কোহলি প্রমুখ। বহুল আলোচিত পর্নোতারকা কাম বলিউড অভিনেত্রী সানি লিওনকেও অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে এ ছবিতে। মূল উপন্যাসের নায়িকা আয়েশাকে করাচী শহরের এক তরুণী সাংবাদিক হিসেবে দেখানো হলেও ‘নূর’ ছবির গল্পের পটভূমি মুম্বাই। আয়েশা চরিত্রের নাম বদলে এখানে রাখা হয়েছে নূর রায় চৌধুরী। উরি সীমান্ত চৌকিতে পাকিস্তানী সৈন্যদের হামলার পর ক্ষুব্ধ সোনাক্ষি সিনহা পাকিস্তানী কোন নারীর চরিত্রে অভিনয়ে অস্বীকৃতি জানালে মুম্বাই শহরের পটভূমিকায় নতুনভাবে গল্প সাজানো হয়েছে। অভিনেত্রী সোনাক্ষির জন্য ‘নূর’ ছবিটি ভিন্ন এক অভিজ্ঞতাই বলা যায়। এতদিন তাকে বলিউডের বিভিন্ন সিনেমায় যে ধরনের রোলে দেখা গেছে নূর চরিত্রটি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। ‘দাবাঙ’ কন্যা হিসেবে হিন্দী সিনেমায় নিজের একটি অবস্থান গড়ে নিয়েছেন তিনি গত বছরের ক্যারিয়ারে। বহু সুপারডুপার হিট ব্লক বাস্টার ছবির নায়িকা হওয়ার সুবাদে বলিউডে তার আলাদা চাহিদা রয়েছে। ওদিকে লুটেরা ছবিতে যক্ষ্মারোগে আক্রান্ত এক বাঙালী তরুণীর ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় প্রমাণ করেছে তেমন সুযোগ পেলে অভিনয়ের চমক দেখাতে পারেন। সাধারণ গ্রাম্য তরুণী, আধুনিক স্মার্ট শহুরে মেয়ে বক্সিংগার্ল, প্রতিশোধসহ নারী বিচিত্র রোলে অভিনয় করলেও সাম্প্রতিক ছবি ‘নূর’-এ নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সোনাক্ষি সিনহা নিজেও অনেকটা আশাবাদী। দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবে এ ছবিতে। ‘নূর’ ছবির গল্পটিও বলিউডি আট দশটি সিনেমার চেয়ে আলাদা। এখানে সমকালীন নাগরিক বাস্তবতার আলোকে একটি মেয়ের উচ্চাকাক্সক্ষী মনোভাব, তার চাওয়া পাওয়া ক্যারিয়ার, আশা-আকাক্সক্ষা, পছন্দ-অপছন্দ, সম্পর্কের চড়াই- উৎরাই প্রভৃতি বিষয় আন্তরিকভাবে তুলে ধরার প্রচেষ্টা রয়েছে। কমেডি স্যাটয়ার, এ্যাকশন সাসপেন্স, থ্রিল, রোমাঞ্চ ইত্যাদির মাধ্যমে নাগরিক জীবনযাপনের নানা বাস্তবতা, টানাপোড়েন তুলে ধরা হয়েছে। মূল উপন্যাসটির লেখিকা সাবা ইমতিয়াজ বলিউডে নির্মিত ‘নূর’ ছবিটি নিয়ে সন্তুষ্ট। উপন্যাসটির চলচ্চিত্র রূপ নিয়ে তার কোন আপত্তি নেই। মূল চরিত্রে সোনাক্ষি সিনহার অভিনয়েও তিনি দারুণ খুশি। সম্প্রতি টুইটারে সাবা ইমতিয়াজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, আমার লেখা প্রথম উপন্যাস করাচী, ইউ আর কিলিং মি’ অবলম্বনে নির্মিত ছবি ‘নূর’ দেখার জন্য সবাই যেভাবে অপেক্ষা করছেন তাতেই আমি আনন্দিত। ‘আকিরা’, ‘ফোর্স টু’ প্রভৃতি ছবিতে অভিনয়ের পর সোনাক্ষি সিনহা নিজেও চাইছেন দর্শক তাকে কিছুটা ভিন্ন আঙ্গিকে পর্দায় দেখুক। অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি অনেক হোমওয়ার্ক করেছেন। একজন তরুণীর সমকালীন চিন্তা-চেতনা মনোভাবকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন। তার প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে বলা যায়। ‘নূর’ ছবিতে একমাত্র সোনাক্ষি ছাড়া প্রতিষ্ঠিত চেনা-জানা আর কোন তারকা নেই। তার গেটআপ, লুক, হেয়ার স্টাইল পোশাকের স্টাইলেও স্বাভাবিকতার প্রকাশ রয়েছে। ‘নূর’ ছবির ট্রেলারে এর প্রকাশ রয়েছে। ‘দাবাঙ’-এর মতো ব্লক বাস্টার সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরুর আগেও সোনাক্ষি বলিউডে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলেন। শত্রুঘœ সিনহার মতো একজন সুপারস্টার অভিনেতার কন্যা হলেও নায়িকা হওয়ার তেমন কোন চিন্তা-ভাবনা ছিল না তার মাথায়। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগে শরীরের ওজন ৩৫ কেজি কমাতে হয়েছিল তাকে। ‘নূর’ ছবিতে একজন তরুণী সাংবাদিকের চরিত্রে রূপায়ণ করতে গিয়ে সোনাক্ষি তার চলচ্চিত্রপূর্ব জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। একজন ক্যারিয়ার সচেতন সাধারণ তরুণীর নানা চিন্তা-ভাবনা-আকাক্সক্ষা নিয়ে কথা বলেছেন বিভিন্নজনের সঙ্গে। ফলে ‘নূর’ চরিত্রটি রূপায়ণের ক্ষেত্রে সোনাক্ষি ভিন্নতার প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে ধারণা করা যায়। ভিন্ন ধারার গল্প হলেও বাণিজ্যিক সিনেমার আঙ্গিকে নির্মিত ‘নূর’ ছবিটি অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে দর্শকদের কাছে নতুনভাবে পরিচিত করবে।
×