ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমা এজেন্টদের উৎসে কর থেকে অব্যাহতি চায় বিআইএ

প্রকাশিত: ০২:১১, ১৯ এপ্রিল ২০১৭

বিমা এজেন্টদের উৎসে কর থেকে অব্যাহতি চায় বিআইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিমা শিল্পের উন্নয়নে বিমা এজেন্টদের উৎসে কর কর্তন থেকে অব্যাহতি চায় বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন(বিআইএ)। বর্তমানে বিমা এজেন্টদের প্রাপ্য কমিশনের পরিমাণ নির্বিশেষে ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয় বলে জানানো হয়।বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিআইএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিমা খাতের এই সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন। তিনি বলেন, বিমা শিল্পের এজেন্টরা স্বল্প আয়ের এবং সাধারণ জনগণ। তাদের প্রাপ্য কমিশনের উপর উৎসে কর কর্তন এই শিল্পের জন্য ক্ষতিকর। বিদ্যমান আয়কর অনুযায়ী ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা। তাই বিমা এজেন্টদেরকেও ব্যক্তি শ্রেনীর করদাতাদের মতো করমুক্ত আয়সীমা পর্যন্ত উৎসে কর কর্তন থেকে অব্যাহতি প্রদান করা উচিত। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন কারণে দেশের বিমা শিল্প অবহেলিত রয়ে গেছে। উন্নত বিশ্বে অর্থনৈতিক উন্নয়নে বিমা শিল্পের গুরুত্ব অপরিসীম। তাই বিমা শিল্পের উন্নয়ন ও বিমাকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে আয়কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা যেতে পারে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটুসহ সংগঠনের অন্যান্য নেতারা।
×