ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে আমন্ত্রিত বাংলাদেশী নারী রোখসানা

প্রকাশিত: ০৮:৫২, ১৯ এপ্রিল ২০১৭

জাতিসংঘে আমন্ত্রিত বাংলাদেশী নারী রোখসানা

বিডিনিউজ ॥ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন এ্যাডভোকেট রোখসানা খন্দকার। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই বৈঠকে বক্তৃতা দেবেন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোখসানা। সারাবিশ্ব থেকে চারজনকে বাছাই করে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশী রোখসানা ছাড়া অন্য তিনজন এসেছেন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও মরক্কো থেকে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রোখসানা বেসরকারী বিশ্ববিদ্যালয় মিলেনিয়াম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সুপ্রীমকোর্টের আইনজীবী রোখসানা আমেরিকান ল এ্যান্ড সোসাইটি এ্যাসোসিয়েশনের সদস্য।
×