ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুক লাইভে খুন

প্রকাশিত: ০৬:২১, ১৯ এপ্রিল ২০১৭

ফেসবুক লাইভে খুন

স্টিভ স্টিফেন্স নামের সন্দেহভাজন এক খুনীর গুলিতে একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ক্লিভল্যান্ডের পুলিশপ্রধান ক্যালভিন ইউলিয়ামস, কিন্তু আরও কেউ খুন হয়েছেন কিনা তা তাদের জানা নেই বলে জানিয়েছেন। স্টিফেন্স পরে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি ১৩ জনকে খুন করেছেন এবং আরও খুন করবেন; খবর বিবিসির। উদ্দেশ্যবিহীনভাবে গুলি করে একজনকে খুন করার ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরা এক ব্যক্তিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের পুলিশ। স্টিফেন্সের গুলিতে নিহত ব্যক্তিকে ৭৪ বছর বয়সী রবার্ট গডুয়িন বলে শনাক্ত করেছে পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে ইউলিয়ামস জানান, স্টিফেন্সকে ধরতে পুলিশের বেশ কয়েকটি বাহিনী অভিযান চালাচ্ছে। তাকে কারাগারে পোরা দরকার মন্তব্য করে পুলিশ প্রধান বলেন, ‘একই ধরনের ঘটনায় আজ রাতে আর কোন রক্তপাত হোক তা চাই না। আজকের মধ্যেই এই ঘটনার সমাপ্তি টানা দরকার।’ সূত্র : ইন্টারনেট
×