ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

এক স্বপ্নবাজ তরুণীর গল্প

প্রকাশিত: ০৬:০৮, ১৮ এপ্রিল ২০১৭

এক স্বপ্নবাজ তরুণীর গল্প

ফারজানা রহমান ছোটবেলা থেকেই ভাল কিছু করার তাগিদ অনুভব করতেন। প্রতিনিয়ত ভাবতেন দেশের তরুণ প্রজন্মের কথা। মা-বাবার অনুপ্রেরণাতেই বেড়ে ওঠা। বড় বোন চিকিৎসক ফারহানা রহমান সব সময় তার ভালমন্দের সঙ্গী। এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে স্নাতক শেষ করেন ত্বরিত ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিষয়ে। ছোটবেলা থেকেই তার গবেষণায় আগ্রহ ছিল। স্নাতক পড়ার সময়ই শিক্ষানবিশ গবেষক হিসেবে কাজ করেছেন ‘বশ ইঞ্জিনিয়ারিং’ কোম্পানির যুক্তরাজ্য শাখায়। ছোটবেলার আগ্রহের ফলাফল শেষ বর্ষের গবেষণাপত্রের জন্য বশের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পান তিনি। ২০০৯ সাল থেকে ফারজানা কাজ করছেন ব্রিটেনের একটি সরকারী প্রকল্পÑ এসটিইএমের শুভেচ্ছাদূত হিসেবে। সেখানে মূলত ওয়েলসের স্বল্পোন্নত এলাকার প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে গিয়ে বিজ্ঞানবিষয়ক সচেতনতা গড়ে তোলার কাজ করতেন আমাদের ফারজানা। ২০১১ সালে অংশ নেন কার্ডিফ বিশ্ববিদ্যালয় এবং সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিকস-বিষয়ক একটি যৌথ প্রকল্পে। এর কিছুদিন পরেই ফুজিৎসু ল্যাবরেটরিজ ইউরোপের বৃত্তি নিয়ে প্রফেসর ডেনিস মারফির তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা শুরু করেন ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে। তার গবেষণার বিষয় কম্পিউটেশনাল বায়োলজি। ‘কম্পিউটেশনাল বায়োলজি ও বায়োইনফরমেটিকস কম্পিউটার বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র, যেখানে গবেষকরা গণিত ও পরিসংখ্যানের বিভিন্ন বিশ্লেষণাত্মক কৌশল কাজে লাগিয়ে জীববিদ্যার জটিল সব প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করেন। মূলত অণুজীব বিজ্ঞানের আধুনিক গবেষণায় এর ব্যবহার রয়েছে। আমাদের ফারজানা কাজ করছেন উদ্ভিদ ও প্রাণীতে বিষক্রিয়া ছড়ায় এমন ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের উৎপত্তি এবং বিকাশের বিভিন্ন দিক নিয়ে। পিএইচডির পাশাপাশি ২০১১ সাল থেকে খণ্ডকালীন প্রভাষক হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তিনি। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কম্পিউটেশনাল বায়োলজি বা আইএসসিবি ২০১৮ সালের তণ শাখা ‘স্টুডেন্ট কাউন্সিল ফর কম্পিউটেশনাল বায়োলজি’ (রংপনংপ.ড়ৎম)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বে কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে যাঁরা কাজ করেন তাদের একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছেÑ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কম্পিউটেশনাল বায়োলজি বা আইএসসিবি। ফারজানার পিএইচডি গবেষণা প্রায় শেষের পথে। ফারজানার স্বপ্ন গবেষণা শেষ করে বাংলাদেশের একটি গবেষণাকেন্দ্রে করা। যারা দেশকে ভালবাসে, দেশের জন্য কিছু করতে চায় সেই সব স্বপ্নবাজ তরুণদের নিয়ে গঠন করতে চান আইএসসিবি স্টুডেন্ট কাউন্সিলের জন্য ‘রিজওনাল স্টুডেন্ট গ্রুপ’ বা আরএসজি, যে সংগঠন দেশের শিক্ষার্থীদের স্বপ্ন ছোঁয়ার পথ সহজ করে দেবে।
×