ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী খানম লাকী

শুভ নববর্ষ

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ এপ্রিল ২০১৭

শুভ নববর্ষ

বিদায় ১৪২৩ বঙ্গাব্দ। স্বাগতম হে নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ। প্রতিবছরের মতোই বিগত বছরের বিদায় আর নতুনের আগমন ঘটে আমাদের জীবনে। নানা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বর্ষবরণ করে থাকি। বর্ষবরণ আমাদের জাতীয় জীবনে ও সংস্কৃতিতে এক আনন্দময় শুভদিন। নববর্ষ শুধু পান্তা, ইলিশ খাওয়ার দিন নয়। কখনও আমাদের গ্রামের কৃষকরা তাদের কাজে যাওয়ার আগে পান্তা, ইলিশ খেয়ে বেরিয়েছেন কিনা জানি না। তবে জানি, ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের সম্পদ। কে যে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছের প্রচলন করলেন তা জানা নেই। আর তা বাধ্যতামূলক কিনা বৈশাখের প্রথম দিনে তাও মনে পড়ে না। তবে আমরা মাছে-ভাতে বাঙালী এটা সর্বজন স্বীকৃত। প্রতিবছরের মতো আশা করব রমনায় বসবে বর্ষবরণ উৎসব। মঙ্গল শোভাযাত্রা হবে আমাদের ঐতিহ্যকে জানান দিতে। প্রত্যেকের মুখে মুখে থাকবে বাংলা ভাষা। কথায়, কবিতায় গানে মুখরিত হবে বাংলার, মাতৃভাষার উচ্চারণ। শুধু মুখে নয় মনেও থাকবে সম্পূর্ণ স্পষ্ট বাঙালীয়ানার ছাপ। শুভ নববর্ষে ব্যবসায় প্রতিষ্ঠানের ‘শুভ হালখাতা’ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। থাকবে বৈশাখী মেলা। সূদুর গ্রামে আজও বৈশাখী মেলায় নাগরদোলা, লোকশিল্প সামগ্রী খেলনা পাওয়া যায়। কোথাও হবে চিত্রপ্রদর্শনী, বইমেলা, কিংবা খেলাধুলার আয়োজন। আর তার সঙ্গে জঙ্গীবাদের শঙ্কা রয়েছে। তা সহজেই অনুমেয়। তবে সমষ্টি চেতনায় সমষ্টিগতভাবে থাকলে কোন ক্ষুদ্রতার স্থান নেই কোথাও, জনগণ ও সরকার অতিসচেতন। তাই, ১৪২৪ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে বলি... বন্ধু হও, শত্রু হও, যেখানে যে রও ক্ষমা কর আজিকের মতো... পুরনো বছরের সঙ্গে পুরনো অপরাধ যত ॥ সবাইকে শুভ কামনা। শুভ নববর্ষ ॥ ঢাকা থেকে
×