ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মার্চ ২০১৭

বিজ্ঞান কণিকা

ম্যাজিক ক্যালেন্ডার জরুরী কাজের কথা ক্যালেন্ডারের নির্দিষ্ট ঘরে লিখে রাখে অনেকেই। এবার স্মার্টফোন থেকেই সরাসরি ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন চিহ্নিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও লেখার সুযোগ দেবে ‘ম্যাজিক ক্যালেন্ডার’। বিশেষ ধরনের ই-পেপার প্রযুক্তির ক্যালেন্ডারটি নির্দিষ্ট দিনে লেখাগুলোর আলো কমবেশি করে ব্যবহারকারীদের দৃষ্টিও আকর্ষণ করতে পারে। অ্যানড্রয়েড অ্যাপ নিয়ন্ত্রিত ক্যালেন্ডারটি উদ্ভাবন করেছেন জাপানের কশো সুবোই। সূত্র : ডেইলি মিরর বন্ধু রোবট এ বছরের সেবিট মেলায় অনেক রোবট তাদের কেরামতি দেখাচ্ছে। জাপানের ইঞ্জিনিয়াররা কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ব্যবহার করে রোবটদের আচরণ যতটা সম্ভব মানুষের মতো করে তোলার চেষ্টা করছেন। সেই রোবট মুখ দেখে মানুষ চিনতে পারে, ‘বন্ধু’-দের আলাদা করে খাতির-যতœ করে। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ জাপানে রোবটরা আরও বেশি করে বয়স্ক মানুষদের দেখাশোনা ও হোটেলে পরিষেবার কাজ করছে। উড়ন্ত সঙ্গী! শক্তিশালী হাত ও মোটরের কল্যাণে ‘প্রোড্রোন’ নামের উড়ন্ত যন্ত্র বেশ ভারি জিনিসপত্র বহন করতে পারে। এমনকি আপনাকেও তুলে নিয়ে উড়ে যেতে পারে। এর আরেকটি সংস্করণের আবার চাকাও আছে। ফলে সেটি দেয়াল বা সিলিং-এর ওপর চলে বেড়াতে পারে, ফাটল শনাক্ত করতে পারে। মূল্য প্রায় ৫০ হাজার ইউরো। তবে ধীরে ধীরে এমন ড্রোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
×