ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোরসালিন মিজান

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ মার্চ ২০১৭

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালালে সর্বোচ্চ তিন মাসের কারাদ- ভোগ করতে হবে। সেই সঙ্গে গুনতে হবে ৩৫ হাজার টাকা জরিমানা। নতুন সড়ক পরিবহন আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাও। কিন্তু এর কোন প্রভাব কি পড়েছে ফুটপাথে? গত কয়েকদিনের পর্যবেক্ষণ, না, সে কথা বলছে না। শহর ঢাকার বিভিন্ন ফুটপাথ ধরে হেঁটে দেখা যায়, আগের মতোই চলছে সব। মোটরসাইকেলের দখলে ফুটপাথ। পথচারীরা হেঁটে যাচ্ছেন। পেছন থেকে সাঁই সাঁই করে ছুটে আসছে মোটরসাইকেল। রাজধানীবাসীর হাঁটার পথটি অনিরাপদ করে তুলেছেন গু-া স্বভাবের বাইকচালকরা। এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইন ভঙ্গ করছেন। গত বুধবার বিজয় সরণি এলাকায় দেখা গেল, একটি মোটরসাইকেল মূল সড়ক থেকে হঠাৎই ফুটপাথে উঠে এসেছে। যথারীতি বেপরোয়া চালক। বিরক্ত হয়ে সেদিকে তাকাতেই দৃশ্যমান হলো ‘পুলিশ’ লেখা একটি নেমপ্লেট এবং এ পুলিশ সদস্যকে দেখে যেন অনুপ্রাণিত হলেন অন্যরাও। মুহূর্তেই আরও কয়েকটি মোটরসাইকেল উঠে এলো ফুটপাথে। কিছুক্ষণের মধ্যেই দৃষ্টিসীমার বাইরে চলে গেল। এত যাদের গতি তাদের কে থামাবে? নতুন আইনের খসড়া পড়তে বাধ্য করবে কে? আছে কোন কর্তৃপক্ষ? নতুন আইনের আরও একটি বিধান বেশ আলোচিত হচ্ছে। এতে বলা হয়েছে, সংরক্ষিত নারী, শিশু ও প্রতিবন্ধীদের নির্ধারিত আসনে বসতে না দিয়ে কেউ ওই আসনে বসলে এক মাসের কারাদ- বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দ- ভোগ করতে হবে। গত কয়েকদিন অনেকগুলো বাসে চড়ে এ আইনটি মোটামুটি কার্যকর হতে দেখা গেছে। একাধিক নারী যাত্রী জানালেন, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষরা বসেন বটে। নারী যাত্রী এলে আবার তারা নিজ থেকেই আসন ছেড়ে দেন। অবশ্য এর উল্টো স্বভাবের পুরুষও আছে জানিয়ে তারা বলেন, ওদের বেলায় নতুন আইনটা কার্যকর করা খুব জরুরী। ১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন। এ উপলক্ষে ১৭১টি দেশের প্রায় ১৫ শতাধিক প্রতনিধি ঢাকায় আসছেন। বড় আয়োজন সামনে রেখে রাজধানী ঢাকার সৌন্দর্যবর্ধনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী স্পীকার ও আমন্ত্রিত অতিথিদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে মূল সড়কদ্বীপ। শুক্র ও শনিবার বিভিন্ন সময়ে ঢাকায় আসবেন বিদেশী অতিথিরা। তাদের সুষ্ঠু অভ্যর্থনা ও যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ কারণে শুক্রবার বিমানবন্দর সড়কে যানযট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিদেশগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ১৪তম ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার-২০১৭ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাত সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে এ উদ্যোগ। এবারের ট্র্যাভেল মার্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে বিভিন্ন দেশের অর্ধশতাধিক সংস্থা। এগুলোর মধ্যে রয়েছেÑ জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল রিসোর্ট ও পর্যটন স্বাস্থ্যসেবাদানকারী সংস্থা। এসব সংস্থা নিজেদের আকর্ষণীয় অফার সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছে। হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন পর্যটকরা। আগামী ১ এপ্রিল পর্যন্ত চলবে ঢাকা ট্রাভেল মার্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘুরে দেখা যাবে স্টল। উত্তরার ৪ নম্বর সেক্টরের এয়ারপোর্ট রোডের সংযোগস্থলে ব্যক্তিমালিকানাধীন প্লট থাকায় রাস্তাটি প্রশস্ত করা যাচ্ছিল না। এ অবস্থায় অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন প্লটের মালিক শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন। অতিউচ্চমূল্যের এ প্লটের দশমিক ৬৭ কাঠা জায়গা তারা দান করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। এমন অসাধারণ উদ্যোগে স্থানীয়দের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। দুই সহোদরের এমন উদারতায় মুগ্ধ মেয়র আনিসুল হক। গত সোমবার তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মেয়র বলেন, আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতে নগরবাসী যেখানে নিজের মালিকানাধীন জমি দান করছেন, সেখানে কোন জায়গা জবরদখল করে রাখা কারও পক্ষে সম্ভব হবে না। হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর প্রেক্ষিতে ট্যানারি মালিকরা কোরবানির ঈদ পর্যন্ত একই জায়গায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চান। কিন্তু আশার কথা যে, হাইকোর্ট বুধবার তা নাকচ করে দিয়েছে। ঢাকার হাজারীবাগের সব ট্যানারি ৬ এপ্রিলের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। ট্যানারি মালিকদের একটি আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আপীল বিভাগ আদেশে বলেছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি ‘ক্লোজ ডাউন’ করতে হবে। বলার অপেক্ষা রাখে না, হাইকোর্টের এ আদেশ ঢাকাবাসীর জন্য অনেক বড় স্বস্তির খবর। এখন রায় কার্যকরের অপেক্ষা।
×