ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিতের আসনে জিতলেন স্ত্রী জয়া সেনগুপ্তা

প্রকাশিত: ০৫:৪০, ৩১ মার্চ ২০১৭

সুরঞ্জিতের আসনে জিতলেন স্ত্রী জয়া সেনগুপ্তা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩০ মার্চ ॥ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মর্যাদার লড়াইয়ে ড. জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ১১০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী, আওয়ামী লীগের প্রার্থী ড. জয়া সেনগুপ্তা ৯৫ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু (সিংহ প্রতীক) পেয়েছেন ৪০ হাজার ৯৩৯ ভোট। এর আগে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আবহাওয়া প্রতিকূল থাকায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। সকালের দিকে মুষলধারায় বৃষ্টি হওয়ায় প্রত্যন্ত হাওড় এলাকার ভোটাররা কেন্দ্র আসতে নানা বিড়ম্বনার শিকার হন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। এই আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র‌্যাব ও বিজিবির বিশেষ টিম, পুলিশ ও আনসার দায়িত্ব পালন করে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা এজহারুল হক। হাওড় অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ১১৩ জন। দুই উপজেলায় ১১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তা বলেন, জনগণের আশা আকক্সক্ষা পূরণে আমি বাকি জীবন তাদের উৎসর্গ করে দিয়েছি।
×