ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজারে এলো গ্যালাক্সি এস৮ ও এস৮+

প্রকাশিত: ০৪:২১, ৩১ মার্চ ২০১৭

বাজারে এলো গ্যালাক্সি এস৮ ও এস৮+

এর আগের গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। তাই এবার এস৮ এবং এস৮+ দিয়ে আবার ক্রেতার বিশ্বাস ফিরিয়ে আনতে চাইছে কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। গত বুধবার রাতে রাজধানী সিউলে এক অনুষ্ঠানে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৮ ও এস৮+ বাজারে আনার কথা প্রকাশ করেছে তারা। আপাতত নিউইয়র্কের বাজারে পাওয়া গেলেও দ্রুত সর্বত্রই পাওয়া যাবে। এ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমের ৪ জিবি র‌্যামের এ ফোন দুটিতে আছে সেকেন্ডে এক হাজার ভিডিও ক্যাপচার ক্ষমতা সম্পন্ন ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে বলে টেক রাডারের এক প্রতিবেদন থেকে জানা গেছে। আরও কিছু ব্যতিক্রমী ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল কার্ভ ডিসপ্লে, আলট্রা এইচডি ৪কে রেজ্যুলেশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫। অর্থনৈতিক রিপোর্টার মাতৃদুগ্ধ নিষিদ্ধ করল কম্বোডিয়া হয়ত অনেকে জানেন না, মাতৃদুগ্ধ কেনা-বেচারও বাজার আছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি মায়ের দুধ আমদানি করে। বিশ্বের একমাত্র দেশ কম্বোডিয়া, যে দেশ থেকে মাতৃদুগ্ধ রফতানি হয়। কিন্তু কম্বোডিয়া সরকার এবার রফতানি নিষিদ্ধ করে দিল। ফলে কম্বোডিয়ার মায়েদের দুধ আর যুক্তরাষ্ট্রে যাবে না। মাতৃদুগ্ধ কেনা-বেচা নিয়ে কম্বোডিয়ায় তুমুল বিতর্ক আছে। তবে অনেক দরিদ্র মা স্বেচ্ছায় তাদের দুধ বিক্রি করতে আগ্রহী হওয়ায় তৈরি হয় এর বাজার। রফতানি নিষিদ্ধ করায় প্রশ্ন উঠেছে, মাতৃদুগ্ধ বিক্রির মাধ্যমে নারীরা প্রবঞ্চিত নাকি ক্ষমতায়িত হচ্ছিল? দুই বছর ধরে অ্যামব্রোসিয়া ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান কয়েকজন মায়ের কাছ থেকে তাদের অতিরিক্ত দুধ সংগ্রহ করছিল। এ দুধ প্রক্রিয়াজাত করে যুক্তরাষ্ট্রে রফতানি করে প্রতিষ্ঠানটি। যেসব মার্কিন মায়ের বুকের দুধ তৈরি হওয়ায় সমস্যা আছে, তারা এর ক্রেতা। কিছু দেশ বুকের দুধের ব্যাংক (মিল্কব্যাংক) চালিয়ে থাকে। অর্থনৈতিক রিপোর্টার
×