ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সিটি নির্বাচনে আমরা সফল: সিইসি

প্রকাশিত: ০২:২৬, ৩০ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি নির্বাচনে আমরা সফল: সিইসি

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সফল ও সার্থক হয়েছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। নূরুল হুদা বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে সবার আস্থা অর্জনে শতভাগ সফল হয়েছি। আমরা দাবি করি, এ নির্বাচনে আমরা সফল ও সার্থক হয়েছি। এদিন সংসদে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন হলেও আলোচনার কেন্দ্রে ছিল কুমিল্লা সিটি করপোরেশন, যেখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়াইয়ে নামেন। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা’ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে দাবি করেন সিইসি। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বর্তমান ইসির অধীনে আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণে এটাই প্রথম নির্বাচন। সিইসি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় কুমিল্লার ভোটে ছিল সবার নজর। আমরাও শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নিয়েছি এবং সফলভাবে এ ভোট করতে পেরেছি। সিইসি বলেন, নিষ্ঠা, সততার সঙ্গে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুনামগঞ্জে পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচন হলেও কুমিল্লায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ জন্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। আগামীতেও এমন সুষ্ঠু নির্বাচন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।
×