ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতি মাসে ব্যাংকের ২০টি এটিএম বুথ নিরীক্ষার নির্দেশ

প্রকাশিত: ০১:৫৭, ৩০ মার্চ ২০১৭

প্রতি মাসে ব্যাংকের ২০টি এটিএম বুথ নিরীক্ষার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতি মাসে কমপক্ষে ব্যাংকের ২০টি অটোমোটেড টেলার মেশিন (এটিএম) বুথ নিরীক্ষার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর যেসব ব্যাংকের ২০টির কম এটিএম বুথ রয়েছে, তার সবগুলো বুথ নিরীক্ষা করে প্রতিবেদন তৈরি করতে হবে। বুথ সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ব্যাংককে তার নিজস্ব ব্যবস্থাপনায় একবছরের জন্য সংরক্ষণ করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এর আগে গতবছরের ১৪ ফেব্র’য়ারি জারিকৃত পরিপত্রে প্রতিমাসে দৈবচয়নের ভিত্তিতে বুথ নিরীক্ষার কথা বলা হয়। এবার কয়টি বুথ নিরীক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, অনলাইনে হোটেল বুকিং ব্যতীত অন্য সকল ক্ষেত্রে পস্ (পয়েন্ট অব সেলস্)-এ ম্যানুয়াল কি ইন্ট্রি মুড রহিত করা হয়েছে। এর আগে সবধরনে কেনাকাটায় ম্যানুয়াল কি ইন্ট্রি মুড রহিত ছিল। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো হোটেল নির্বাচনের ক্ষেত্রে উক্ত হোটেলে অনলাইন বুকিংয়ের প্রয়োজনীয়তাসহ নিরাপত্তার বিষয়সমূহ সতর্কতার সঙ্গে বিবেচনা করবে। প্রত্যেকটি হোটেল একটি ব্যাংক কর্তৃক শুধুমাত্র একটি পস্-এ ম্যানুয়াল কি এন্ট্রি মুড চালু রাখা যাবে।
×