ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচনে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনরা: রিজভী

প্রকাশিত: ০১:৫৩, ৩০ মার্চ ২০১৭

কুসিক নির্বাচনে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনরা: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রশাসনকে ব্যবহারসহ নানাভাবে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশন ব্যার্থ হয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছিলাম। কিন্তু তা দেখতে পেলাম না। ভোট শুরুর পর সকাল থেকে এ নির্বাচনকে ঘিরে শাসক দলের সন্ত্রাস, ভোটদানে বাধা দান, ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে। এভাবে মাধ্যমে ভোটারদের মনে ভীতি সৃষ্টি করে একতরফা ভোট করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আচরণ ও নির্বাচন কমিশনের নির্লিপ্ত ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। রিজভী বলেন, আমরা আগে থেকেই বলে আসছি কুমিল্লা সিটি কর্পোশেন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় পাস না করতে পারলে ব্যর্থতার সকল দায়িত্ব নিয়ে অচিরেই বিদায় নিতে হবে। রিজভী অভিযোগ করেরন ২৪ নং ওয়ার্ডের সালমানপুর শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। এছাড়া জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্রে ধানের শীষের মূল এজেন্ট আকমত আলীকে তার বাড়িতে তালাবদ্ধ করে রাখা, ৭ নং ওয়ার্ডে ইছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বহিরাগতদের জমায়েত ও সরকারি সিটি কলেজ কেন্দ্রে ছাত্রলীগ ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরেছে। রিজভী আরও অভিযোগ করেন, অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে পুলিশ ভোট চেয়েছে। নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিয়েছে যাতে ধানের শীষের ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ছাড়া কোন কোন কেন্দ্র কাস্টিম কম হওয়ার জন্য ধীর গতিতে ভোটগ্রহণ করা হয়েছে। রিজভী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ তল্লাশির নামে ব্যাপক তান্ডব চালিয়েছে। বিশেষ করে সংখ্যা লঘু কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক উদবাতুল বারী আবু, সাবেক কাউন্সিলর ও এবার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, শহর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম মাসুক, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী আকসিরুল বাশার সোহাগ, জেলা যুবদল নেতা জহির, ইকরাম হোসন ইকু, বাদল সরকারসহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। যাতে তারা ধানের শীষের পক্ষে কাজ করতে না পারে। এ ছাড়া যুবনেতা ইকরাম হোসেন ইকু, বাদল সরকার, আবদুর রাজ্জাক এবং ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের কেন্দ্রীয় নেতা আবদুল হাই, এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন, এসএম জাহাঙ্গীর প্রমুখ।
×