ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে অবৈধ কালো তেলের ছড়াছড়ি

প্রকাশিত: ০১:৪০, ৩০ মার্চ ২০১৭

সীতাকুন্ডে অবৈধ কালো তেলের ছড়াছড়ি

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড (চট্টগ্রাম ।। চট্টগ্রামের সীতাকুন্ড পুরাতন জাহাজের অবৈধ কালো তেল সম্পর্ন দেশীয় পদ্ধতিতে শোধন করে বাজারজাত করছে মাদামবিবিরহাটের বিছমিল্লাহ ট্রেডার্স। অভিযান চলাকালে বিছমিল্লাহ ট্রেডার্সের কাছে পরিবেশের ছাড়পত্র না থাকাসহ নানাবিধ অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী মাদামবিবিরহাটে চলা এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভ’মি ও নিবার্হী ম্যাজিট্রেট মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড থানার উপ-পরিদর্শকসহ সঙ্গীয় ফোর্স ও ভূমি অফিসের নাজির মো. জামাল উদ্দিন। নিবার্হী ম্যাজিট্রেট বলেন, ‘সম্পর্ন বেআইনিভাবে পুরাতন জাহাজের পোড়া তেল বিভাজন করছে দেশীয় পদ্ধতিতে। এ তেলের কারণে আশে-পাশের নালা-ডোবাসহ জায়গা কালো হয়ে গেছে। প্রতিষ্ঠানে ছিল না কোন অগ্নিনির্বাপক যন্ত্র,আর যেগুলো ছিল তা ব্যবহারের অযোগ্য। পরিবেশ ছাড়পত্র প্রযোজন থাকলেও কখনো নেওয়ার দরকার মনে করেনি। এখন আমরা এসকল বিষয়াদি কারণে ছাড়পত্র ছাড়া তেল প্রক্রিয়াকরণ ও পরিবেশ দূষনের অপরাধে বিছমিল্লাহ ট্রেডার্স‘র মালিক ইমনকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং পরিবেশ ছাড়পত্র গস্খহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা প্রদান করেছি।’
×