ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯/১১ হামলা ॥ ছাত্রদের কাছে জানতে চাইল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:৩৭, ৩০ মার্চ ২০১৭

৯/১১ হামলা ॥  ছাত্রদের কাছে জানতে চাইল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক ॥ জঙ্গি সংগঠন আলকায়েদার চিন্তা-ভাবনা থেকে ৯/১১ হামলা সম্পর্কে লিখতে বলা হয়েছে আমেরিকার ইওয়া স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ছাত্রদের। বর্তমান পড়ুয়াদের চিন্তা-ভাবনা সর্ম্পকে জানতে এ বিষয়ে লিখতে বলেন ঐ বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক জেমস স্টরহম্যান। নির্দেশে বলা হয়েছে, প্রথাগত চিন্তাভাবনার থেকে বেড়িয়ে নিজস্ব ভাবনায় ৯/১১ সম্পর্কে তথ্য ব্যক্ত করার কথা। নিজেদের মত ব্যক্ত করার সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েন পড়ুয়ারা। নির্দেশে বলেই দেওয়া হয়েছিল যে ৫০০ শব্দের বর্ণনায় থাকবে না কোনও মার্কস। শুধু মাত্র বিষয়টি সম্পর্কে পড়ুয়াদের ভাবনার পরিধি নির্ণয়ের জন্যই এটি দেওয়া। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক রব চেহুইলার জানিয়েছেন, ৯/১১ হামলা সম্পর্কে বর্তমান পড়ুয়াদের ভাবনা-চিন্তা জানার জন্যই এই বিষয়টি দেওয়া হয়েছিল।
×