ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির শাস্তি বাড়াবাড়ি হয়ে গেছে

প্রকাশিত: ১৯:১৭, ৩০ মার্চ ২০১৭

মেসির শাস্তি বাড়াবাড়ি হয়ে গেছে

অনলাইন ডেস্ক ॥ মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করাটা ড়ঠিক হয়নি তার প্রতি অবিচার করা হয়েছে। বাড়াবাড়ি হয়ে গেছে। এই সিদ্ধান্তে বার্সা বিস্মিত। আমরা লিওনেল মেসির পাশে তাহবো। মেসি একজন আদর্শ প্লেয়ার। চিলির বিপক্ষে খেলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন লিওনেল মেসি। ওই ম্যাচে দায়িত্বরত লাইন্সম্যানের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক। এক পর্যায়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মেসি। ওই লাইন্সম্যানকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন বলে অভিযোগে বলা হয়। আর ওই ' গালি' কাল হয়ে দাঁড়াল মেসির জন্য। তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। যা নিয়ে প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে। মেসির নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে না তার ক্লাব বার্সেলোনাও। বার্সেলোনা কঠোরভাবে সমালোচনা করেছে ফিফার সিদ্ধান্তে। দুঃসময়ে মেসির পাশে দাঁড়িয়েছে এই ক্লাবটি। গতকাল মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ পান মেসি। চার ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। মেসিকে ছাড়া খেলতে নেমে ম্যাচটিতে আর্জেন্টিনা হেরে গেছে ২-০ গোলে।
×