ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১৫

প্রকাশিত: ১৯:০৪, ৩০ মার্চ ২০১৭

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিবিসি অন্তত ১৫ জন নিহত হওয়ার কথা জানালেও বার্তা সংস্থা রয়টার্স ওই তল্লাশিচৌকিতে বুধবারের ট্রাকবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ওই কর্মকর্তাদের বরাতে বিবিসি ৪০ জন আহত ও রয়টার্স পুলিশ সূত্রগুলোর বরাতে ৬০ জন আহত হওয়ার কথা জানিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, হামলাকারী বিস্ফোরক ভরা একটি তেলের লরি চালিয়ে এনে রাজধানীর দক্ষিণের ওই তল্লাশিচৌকিটিতে বিস্ফোরণ ঘটায়। এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি। তবে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) সম্প্রতি ইরাকে এ ধরনের বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে। ইরাকে আইএসের শহরকেন্দ্রিক শেষ শক্তিকেন্দ্র মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পর জঙ্গিগোষ্ঠীটি ফের দেশটির বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালানো শুরু করে। বুধবারের হামলাটিও সেই ধারাবাহিকার অংশ বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সামরিক পরামর্শকদের সমর্থনে ইরাকি বাহিনী মসুল শহরের অধিকাংশ ও এর আশপাশের অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
×