ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুরি হয়ে গেল ৪০ লক্ষ ডলারের সোনার কয়েন!

প্রকাশিত: ০০:২০, ২৮ মার্চ ২০১৭

চুরি হয়ে গেল ৪০ লক্ষ ডলারের সোনার কয়েন!

অনলাইন ডেস্ক ॥ বার্লিনের বোড়ে মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল ৪০ লক্ষ ডলারের একটি সোনার কয়েন। মিউজিয়াম সূত্রে খবর, ১০০ কেজি ওজনের ২৪ ক্যারাটের সোনার কয়েনটি মিউজিয়ামের একটি ঘরে বুলেটপ্রুফ কাচের বাক্সে রাখা ছিল। কড়া নিরাপত্তার ভিতরেও কী ভাবে কয়েনটি চুরি গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিউজিয়ামের এক আধিকারিক জানিয়েছেন, কয়েনটি কারও একার পক্ষে চুরি করা সম্ভব নয়। কারণ, ওজনে কয়েনটি ভীষণ ভারী! প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চোর ভোরবেলার দিকে এসেছিল। একটি মইও পাওয়া গিয়েছে মিউজিয়াম চত্বরে। এই চুরির সঙ্গে মিউজিয়ামের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। কয়েনটি ২০০৭ সালে তৈরি হয়েছিল রয়্যাল কানাডিয়ান টাঁকশালে। এর এক দিকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি রয়েছে। অন্য দিকে, কানাডার জাতীয় প্রতীক ম্যাপল পাতার ছবি। ঐতিহাসিক এই কয়েনটি এ ভাবে উধাও হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, কয়েন যে ঘরে রাখা ছিল সেখানে ইমারজেন্সি অ্যালার্মের ব্যবস্থা ছিল। চুরির সময় কেন সেই অ্যালার্ম বাজল না? কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে সকলের চোখ এড়িয়ে এত বড় জিনিসটা নিয়ে গেল চোর? মিউজিয়াম কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ না খুললেও, উত্তরের সন্ধানে নেমেছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×