ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালকে ৮২ রানে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০০:০৩, ২৮ মার্চ ২০১৭

নেপালকে ৮২ রানে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৮২ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২য়ে টসে হেরে ব্যাট করে বাংলাদেশ। নাসির হোসেনের সেঞ্চুরিতে ভর করে নেপালকে ২৫৮ রানের লক্ষ্য দেয় দল। যার জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রানে থেমে যায় নেপালের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় এক রানে প্রথম উইকেট হারায় দল। ওপেনার আজমির আহমেদ ফেরেন শূন্য রানে। দলীয় ৮ রানে ও ব্যক্তিগত ৭ রানে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের জয়ের নায়ক সাইফ হাসান। এরপর মোহাম্মদ মিথুন শূন্য ও নাজমুল হোসাইন শান্ত ৪ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তিন ওভারের এক বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে টপ অর্ডার শূন্য করে দেন দেশের হয়ে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়া অবিনাশ করন। অন্য উইকেটটি পান মাহবুব আলম। তবে নাসির দলের হাল ধরেন। তিনি ১১৫ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলে লড়াই করার পুঁজি এনে দেন বাংলাদেশকে। ১৫ চার আর ২ ছক্কায় এই ইনিংস সাজান নাসির। এছাড়া দলীয় অধিনায়ক মুমিনুল হক করেন ৬১ রান। ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক গায়েন্দ্র মাল্লাকে হারায় নেপাল। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর দলীয় ১২ রানে সুনিল দামালা এবং ১৬ রানে আসিফ শেখকে হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে দিপেন্দ্র সিং ও দিলীপ নাথের ৯৮ রানের পার্টনারশীপ কিছুটা আশা জাগায় নেপালে। দলীয় ১১৪ রানে দিলীপকে জাবেদ আউট করলে অন্যরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। ফলে ১৭৪ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। আর ৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে জয় পায় বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই আসরে টেস্ট খেলা চারটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে। অনূর্ধ্ব-২৩ দলের সাথে চারজন করে আন্তর্জাতিক ক্রিকেটার খেলাতে পারছে তারা। আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া টুর্নামেন্টে আইসিসির বাকি চার দল যারা আইসিসির সহযোগী সদস্য। তারা জাতীয় দলই খেলাচ্ছে।
×