ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরুতেই মাশরাফির আঘাত

প্রকাশিত: ২২:৪৪, ২৮ মার্চ ২০১৭

শুরুতেই মাশরাফির আঘাত

অনলাইন ডেস্ক ।।সফরকারী বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ১৪ রান সংগ্রহ করার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও ধানুষ্কা গুনারত্নে। এরপরই আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি। ব্যক্তিগত ৯ রানের মাথায় মাশরাফির বলে মুশফিকের তালুবন্দি হন গুনারত্মে। মঙ্গলবার ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়। এই রিপোর্ট লেখার সময় এক উইকেট ৮ ওবারে শেষে হারিয়ে ৩৭ রান করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় মাশরাফি বাহিনী। প্রথম ম্যাচে এ হারের পর দলে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। সুরঙ্গা লাকমলের সঙ্গে থাকছেন দুই পেসার নুয়ান কুলাসেকেরা ও নুয়ান প্রদীপ। দলে আছেন দিলরুয়ান পেরেরাও। বাদ পড়েছেন পাথিরানা, সান্দাকান ও লাহিরু কুমারা। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ দল থাকছে অপরিবর্তিত। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কা দল: ধানুষ্কা গুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকেরা, নুয়ান প্রদীপ।
×