ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বলিভিয়ার বিপক্ষে থাকছে না আগুয়েরো

প্রকাশিত: ১৯:১১, ২৮ মার্চ ২০১৭

বলিভিয়ার বিপক্ষে থাকছে না আগুয়েরো

অনলাইন ডেস্ক ॥ বাজে পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে বাদ পড়তে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশের হয়ে মাঠে নামা হচ্ছে না ম্যানচেস্টার সিটির এই তারকার। চিলির বিপক্ষের ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন আগুয়েরো। ফলে বলিভিয়ার বিপক্ষে বাদ পড়ছেন তিনি। এছাড়া দলে আরও ব্যাপক পরিবর্তন আসছে। চিলির বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড দেখায় এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না গঞ্জালো হিগুয়েন, ওটামেন্দি, মাসচেরানো ও লুকাস বিগলিয়া। আর চোটের কারণে ছিটকে পড়েছেন গাব্রিয়েল মের্কাদো ও এমানুয়েল মাস। বলিভিয়ার লা পাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগে বার্সেলোনা তারকা মেসির পাশে খেলবেন সাও পাওলোর স্ট্রাইকার লুকাস প্রাতো। মাঝমাঠে বিগলিয়া ও মাসচেরানোর জায়গায় ঢুকেছেন এভার বানেগা ও অভিষেকের অপেক্ষায় থাকা গিদো পিসাররো। এদিকে বলিভিয়ার মাঠে মেসি-ডি মারিয়াদের রেকর্ড খুব বেশি ভালো না। শেষ তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। যদিও এ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ এদগার্দো বাউজা। উল্লেখ্য, ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে বলিভিয়া।
×