ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদিতে গ্রেপ্তারের জেরে ভৈরবে সংঘর্ষ ॥ আহত অর্ধশত

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ মার্চ ২০১৭

 সৌদিতে গ্রেপ্তারের জেরে ভৈরবে সংঘর্ষ ॥  আহত অর্ধশত

অনলাইন ডেস্ক ॥ ভৈরবের আগানগরে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উভয় পক্ষের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। এলাকাবাসী জানায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ওয়াহিদ মিয়ার ছেলে সারোয়ার ও শিকদার বাড়ির আমির মিয়ার ছেলে আক্তার সৌদি আরবের রিয়াদে থাকেন। সেখানে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দেশের পুলিশ সারোয়ারকে গ্রেপ্তার করে। এ খবর গ্রামে পৌঁছলে দুই বাড়ির লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনাকে কেন্দ্র করে পাগলা বাড়ি ও শিকদার বাড়ির কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আত্মীয়তার সূত্র ধরে গ্রামের মেনা বাড়ি ও মোল্লা বাড়ির লোকজন শিকদার বাড়ির লোকজনের সঙ্গে যোগ হলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×