ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ পর্বে জার্মানির কারবার

প্রকাশিত: ০৬:২৯, ২৮ মার্চ ২০১৭

চতুর্থ পর্বে জার্মানির কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের তৃতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন ফেবারিট সব তারকারা। রবিবার দারুণ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবার, জোহানা কন্টা, সভেতলনা কুজনেতসোভা, ভেনাস উইলিয়ামস, সামান্থা স্টোসার এবং সিমোনা হ্যালেপ। মিয়ামি ওপেনের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। তৃতীয় পর্বের ম্যাচে তার সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন আমেরিকার শেলবি রজার্স। তবে কারবার এদিন ৬-৪ এবং ৭-৫ সেটে প্রতিপক্ষকে পরাজিত করে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে রয়েছেন শেলবি রজার্স। কিন্তু তারপরও গত বছর ক্যারোলিনা পিসকোভা, পেত্রা কেভিতোভা, সিমোনা হ্যালেপ এবং দারিয়া কাসাতকিনাকে পরাজয়ের স্বাদ উপহার দেন। মিয়ামিতেও তাই শীর্ষ বাছাইকে হারানোর লক্ষ্য নিয়ে কোর্টে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত আমেরিকান তারকা হেরে গেলেও লড়াই করেছেন দুর্দান্ত। দ্বিতীয় সেটে তো রজার্স ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পেরে ওঠেননি কারবারের সঙ্গে। ম্যাচ শেষে এমন জয়ের পর সন্তুষ্ট প্রকাশ করেছেন জার্মান তারকা। এ বিষয়ে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘আপনি যদি ম্যাচ জিতেন তাহলে সবসময়ই আপনার পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট প্রকাশ করবেন। দ্বিতীয় সেটে তো সে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। সে খুব ভাল খেলেছে। তবে আমি ইতিবাচক ছিলাম এবং সুযোগের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি এটাই খুব গুরুত্বপূর্ণ।’ শেষ ষোলোতে এ্যাঞ্জেলিক কারবারের প্রতিপক্ষ এখন রিসা ওজাকি। জাপানের এই বাছাই তৃতীয় রাউন্ডে হারিয়েছেন কারবারেরই স্বদেশী জুলিয়া জর্জেসকে। তৃতীয় পর্বে রিসা ওজাকি ৭-৬ (৫) এবং ৬-৩ সেটে পরাজিত করেন জুলিয়া জর্জেসকে। প্রতিপক্ষ তুলনামূলক খর্বশক্তির হলেও বেশ সতর্ক কারবার। কেননা রিসা ওজাকির যে হারানোর কিছু নেই তা খুব ভাল করেই জানা আছে জার্মান তারকার। এ বিষয়ে ম্যাচের শেষে তিনি বলেন, ‘তার বিপক্ষে এর আগে আমি কখনই খেলিনি। কিন্তু সে যখন জুলিয়ার বিপক্ষে খেলছিল টেলিভিশনে তা দেখছিলাম। আমার মতে সে এখানে খুব ভালই খেলেছে। বাছাই খেলোয়াড় হিসেবে এসে সে এখানে অনেকগুলো ম্যাচ খেলেছে যে কারণে তার আত্মবিশ্বাসও বেড়েছে। তার আসলে হারানোর কিছুই নেই। আশাকরি আরও একটি ভাল ম্যাচ হবে।’ এদিকে টুর্নামেন্টের ১১তম বাছাই ভেনাস উইলিয়ামসকে অবশ্য জয়ের জন্য ততটা বেগ পেতে হয়নি। তৃতীয় পর্বে তিনি ৬-৩ ও ৬-০ সেটে পরাজিত করেন রোমানিয়ার প্যাট্রিসিয়া টিগকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামস। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছোট বোন ভেনাস উইলিয়ামসের কাছে হেরে যান সাতটি গ্র্যান্ডসøামের মালিক। তবে মিয়ামি ওপেনে দারুণ আশাবাদী ভেনাস। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ এখন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা। রাশিয়ান এই তারকার বিপক্ষে এর আগেও বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন ভেনাস। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করছেন তিনি। এ বিষয়ে আমেরিকান টেনিস তারকা বলেন, ‘আমরা অসংখ্যবার একে অপরের মুখোমুখি হয়েছি। অসাধারণ কিছু ম্যাচও রয়েছে আমাদের। ক্যারিয়ারের শুরু থেকেই তার বিপক্ষে খেলেছি আমি। এখনও তা চলছে এটা ভাবলে সত্যিই অবাক লাগে। তাকে আমি খুব ভাল করেই জানি। সেও আমাকে চেনে। তাই ম্যাচে বিস্ময়কর কিছু হবে না বলে আশা করছি। আমি কোর্টে নিজের সেরাটা ঢেলে দিতে চেষ্টা করব।’ এদিকে টুর্নামেন্টের দশম বাছাই জোহানা কন্টা ৬-৪ এবং ৬-০ সেটে পরাজিত করেছেন র‌্যাঙ্কিংয়ের ৫৭তম স্থানে থাকা ফ্রান্সের পাওলিন পার্মেন্টিয়ারকে। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৩ এবং ৭-৫ সেটে পরাজিত করেছেন চীনের শুয়াই প্যাংকে। আর রোমানিয়ার সিমোনা হ্যালেপ ৬-৩ ও ৬-০ সেটে খুব সহজেই হারিয়েছেন এস্তোনিয়ার এ্যানেট কন্টাভিয়েটকে।
×