ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিজ জিততে বড় ইনিংস খেলতে হবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক

ব্যাটসম্যানদের দায়িত্বটাই বড় মনে করছেন মাশরাফি

প্রকাশিত: ০৬:২৯, ২৮ মার্চ ২০১৭

ব্যাটসম্যানদের দায়িত্বটাই বড় মনে করছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দুর্দান্ত হয়েছে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে আরেকটি বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফির দল। দুই ওয়ানডে বাকি থাকলেও লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারবে কিনা দল এমন প্রশ্নই এখন শুনতে হচ্ছে অধিনায়ককে। কিন্তু এমনটা চিন্তা করতে চাইছেন না মাশরাফি। তার ভাবনায় আপাতত দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নেয়ার জন্য ব্যাটসম্যানদের আরও বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। দলের সেরা ব্যাটসম্যানদের খেলতে হবে বড় ইনিংস। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। এ মাঠে প্রথম ম্যাচে লঙ্কানদের ৯০ রানে গুঁড়িয়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ। টাইগারদের এমন দুর্দান্ত নৈপুণ্য এখন থেকেই অনেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। মাশরাফিকেও প্রশ্ন ছোড়া হচ্ছে তার দল সেটা পারবে কি না। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘সিরিজ জিতলে আমাদের জন্য ভাল একটি প্রভাবক হিসেবে কাজ করবে। এর আগেই আমি ৩-০ ব্যবধানে যেতে চাই না। একটা ম্যাচ জিতি আর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০। এটা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ। আমার মতে এই ভাবনার বাইরে থাকাই ভাল।’ মাশরাফির লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে এগোন। আর সেই ভাবনা দ্বিতীয় ম্যাচ নিয়েই করা উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে মনোযোগ দেয়া উচিত। সবসময় কথা হয়, ৩-০ বা ৫-০, অন্য দলও তো খেলতে আসে। তারাও তাদের সেরা চেষ্টা করবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে প্রথমবার আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে এই সমীকরণ মাথাতেই রাখতে নারাজ অধিনায়ক। এরচেয়ে দ্বিতীয় ম্যাচে সেরা ক্রিকেট খেলে জয় তুলে নেয়ার দিকেই মনোযোগ রাখতে চান তিনি। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ হয়ে যাবে বাংলাদেশের। তখনই ৩-০ করার চিন্তাটা ভালভাবে করা যাবে বলে মনে করেন তিনি। মাশরাফি বলেন, ‘আগের ম্যাচে তামিম সেঞ্চুরি করলেও সাব্বির রহমান মিস করে ফেলেছে। আমরা এই জায়গায় উন্নতি করতে চাই। এটা নিয়মিত করতে পারলে ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। আপাতত দ্বিতীয় ম্যাচে সেটা করে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে চাই। এরপর ৩-০ নিয়ে ভাবা যাবে।’ কিন্তু সিরিজ জয়ের জন্য করণীয়টা প্রথম ওয়ানডের মতোই কিংবা তারচেয়ে ভাল হতে হবে বলে মনে করেন তিনি। এ বিষয়ে মাশরাফির মন্তব্য, ‘গত ম্যাচের বড় সংগ্রহ হওয়ার কারণ একটাই। তামিম ৫০-৬০ রান করে আউট হয়নি। যদি (তামিম) ৫০-৬০ রানে আউট হত, তাহলে নিশ্চিতভাবে ২৭০-২৮০ হত।’ ১২৭ রানের একটি দারুণ ইনিংস উপহার দিয়েছেন তামিম। অধিকাংশ ব্যাটসম্যানই রান পেয়েছেন। মাশরাফি মনে করেন বাকি ব্যাটসম্যানদেরও বড় ইনিংস খেলতে হবে। মাশরাফির মতে, ‘আমাদের ব্যাটসম্যানদের ৫০-৬০ রান অনেকগুলো করে আছে। আমরা চাই ওরা এই জায়গাটায় উন্নতি করুক। কোন ব্যাটসম্যান যদি তাদের পঞ্চাশের রানকে সেঞ্চুরিতে রূপ দিতে পারে তাহলেই ভাল করা সম্ভব। সাব্বিরেরও তো সেঞ্চুরি হতে পারতো। সেটা সে করতে পারেনি। আমার মনে হয় ব্যাটসম্যানদের দায়িত্ব আরও বেশি করে পালন করতে হবে।’ প্রথম ওয়ানডেতে ওপেনার সৌম্য সরকার ও মুশফিকুর রহীম বড় কোন রান করতে পারেননি। তবে সাকিব আল হাসান দারুণ এক ইনিংস খেলেন। এবার সবাই বড় ইনিংস খেললে জয় পাওয়া সহজ হবে দলের জন্য এমনটাই মনে করেন মাশরাফি।
×