ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দ্রুতগামী পুলিশ কার

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ মার্চ ২০১৭

সবচেয়ে দ্রুতগামী পুলিশ কার

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পুলিশ কার এখন দুবাইয়ের হাতে। দুবাই পুলিশের বুগাটি ভেরন নামের এই লাক্সারি সুপারকার আনুষ্ঠানিকভাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে দ্রুতগামী পুলিশ কারের স্বীকৃতি পেয়েছে। এই স্পোর্টস কারের দাম প্রায় সাড়ে দশ কোটি রুপী। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪০৭ কিলোমিটার বেগে চলতে পারে। পৃথিবীতে এ রকম ১৪টি সুপারকার রয়েছে। ২০১৬ সালে দুবাই পুলিশ বুগাটি ভেরন ক্রয় করে। গতির বিবেচনায় বিশ্বে এটি অবশ্য দ্বিতীয়। এর চেয়ে বেশি গতিসম্পন্ন হলো হেনেসি ভেনম জিটি। যা ঘণ্টায় ৪২৭ কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে সেটি পুলিশকার হিসেবে ব্যবহৃত হচ্ছে না। দুবাই পুলিশ বলছে, বুগাটি ভেরন প্রাথমিকভাবে পর্যটন এলাকায় পুলিশ বাহিনীর নজরদারি বৃদ্ধি করবে। তবে এ সুপারকার পর্যটক ও স্থানীয়দের কাছে বুর্জ খলিফা টাওয়ারের চেয়ে এখন বেশি আকর্ষণীয় হবে বলে তাদের আশা। গালফ নিউজ জানিয়েছে, পর্যটকরা ইতোমধ্যে ৯৯৯ এ ফোন করে সুপারকারের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করছে। দুবাই পুলিশের হাতে অবশ্য আরও কয়েকটি উচ্চগতির কার রয়েছে। যেমন-ম্যাকলারেন এমপিফোর-১২সি, ফেরারি এফএফ, মার্সিডিস এসএলএস এএমজি, বিএমডব্লিউ এমসিক্স। -পিটিআই
×