ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ মার্চ ২০১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুঘর্টনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এদিকে মগবাজার এলাকায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে জুরাইনে গ্যাস লাইনের আগুনে দুই শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। এছাড়া উত্তরায় ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে ৪৮ পথচারীকে জরিমানা করেছেন ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর শ্যামলী শিশুমেলার সামনে লেগুনার ধাক্কায় মহামায়া রানী (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহতের স্বামীর নাম কানাই রাজবংশী। সাভারের আমিনবাজার মাঝিদিয়া এলাকার মহামায়া স্বামী-সন্তানদের নিয়ে থাকতেন। নিহতের ছেলের বউ আল্পনা রানী জানান, সোমবার সকালে শাশুড়ি ও মেয়ে পায়েলকে নিয়ে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে চিকিৎসকের যান। ডাক্তার দেখিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন তারা। শিশুমেলার সামনে রাস্তার পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তার শাশুড়ি মহামায়াকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর রামপুরা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মেজবাউল করিম তারেক (৪৫) নামে একটি বেসরকারী কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মেজবাউল শ্যামলীতে একটি কোম্পানির কর্মকর্তা ছিলেন। তিনি সবুজবাগ বাসাবো এলাকায় ভাড়া থাকতেন। নিহতের শ্যালক কাজী সোহেল জানান, রবিবার রাত ১২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে মোটরসাইকেল যোগে সবুজবাগের বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রের মৃত্যু ॥ রাজধানীর মগবাজার এলাকায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গাজী ইয়াসির আরাফাত (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ইয়াসির আরাফাত তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবার নাম গাজী হায়দার। গ্রামের বাড়ি পটুয়াখালী কলাপাড়া এলাকায়। মগবাজার ওয়ারলেস রেলগেট সংলগ্ন একটি বাড়ির মেসে থাকতে তিনি। ইয়াসিরের রুমমেট আরিফ জানান, ওয়ারলেস রেলগেট সংলগ্ন একটি ভবনের ৫ তলায় একটি মেসে ইয়াসিরসহ কয়েকজন থাকেন। তিনি জানান, রবিবার রাত ১০টার দিকে ইয়াসির আরাফাত বাইরে থেকে মেসে ফেরে। এ সময় সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সন্দেহ হলে রুমের দরজা খোলা জন্য ডাকাডাকি করা হয়। কোন সাড়া শব্দ না পেয়ে পরে দরজা ভেঙ্গে ইয়াসিরকে অচেতন পড়ে থাকতে দেখি। পরে রাত ১২টার দিকে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। গ্যাসলাইনের আগুন তিনজন দগ্ধ ॥ পুরান ঢাকার জুরাইনে গ্যাস লাইনের আগুনে দুই শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হচ্ছে, শাওন (৮), হাসান (৯) ও মুরসালিন সরকার (৪০)। দগ্ধ মুরসালিনের আত্মীয় পল্লব সরকার জানান, সোমবার সকাল ৯টার দিকে জুরাইনের মুরাদপুর স্কুল সংলগ্ন একটি ভবনের নিচ তলায় পানির মোটর ছাড়তে সুইচ দিতেই আগুনের ফুলকি বের হয়। এ সময় আগুনের ফুলকি পাশেই লিকেজ গ্যাস লাইনে পড়ে। এতে গ্যাস লাইনে আগুন ধরে যায়। এ সময় মুরসালিনসহ ওই দুই শিশু দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। যে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটি মুরসালিন সরকারের নিজের বাড়ি। পল্লব আরও জানান, শিশু দুটি তার বাসায় কাজ করে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক কবির জানান, দগ্ধ তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ৪৮ পথচারীকে জরিমানা ॥ ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে উত্তরায় ৪৮ পথচারীকে জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই জরিমানা করেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, রাস্তা ও ফুটপাথে চলাচলে আইন লঙ্ঘন করায় ৪৮ জনকে ৫ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির উত্তরা ট্রাফিক জোন নেতৃত্বে এই অভিযান চলে। ডিএমপির ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জানান, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে বিমানবন্দর ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।
×