ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুইফট ও বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণেই রিজার্ভ চুরি

প্রকাশিত: ০৫:১৫, ২৮ মার্চ ২০১৭

সুইফট ও বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণেই রিজার্ভ চুরি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাইবার হামলার মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় সুইফট এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ছিল বলে দাবি করেছেন নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি। নিউইয়র্কে ফেডারেল রিজার্ভের ঋণে সুদের হার বাড়ানোর বিষয়ে গত শুক্রবার আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক আন্তঃব্যাংক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফটের সিস্টেম আরও নিরাপদ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নালকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের আইনজীবীরা জানান, এ চুরির পেছনে চীনা ব্যবসায়ী উইলিয়া গো’র পূর্ণ সম্পৃক্ততা রয়েছে। পুরো ব্যাপারটিতে উইলিয়াম গো’কে সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির আগে ২০১৫ সালের অক্টোবরে ফিলিপিন্সে বসে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের মাকাতি শাখার ম্যানেজার মায়া দেগুইতোর মাধ্যমে ওই ব্যাংকে ভুয়া এ্যাকাউন্ট খোলেন তিনি। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অর্থ চেয়ে বাংলাদেশ ব্যাংক থেকে নিউইয়র্কের ফেডে ৩৫ টি ভুয়া বার্তা পাঠানো হয়। ৩০টি বাতিল করলেও ৫টি বার্তা অনুযায়ী ফিলিপিন্স এবং শ্রীলঙ্কার ব্যাংকে চলে যায় ১০ কোটি ১০ লাখ ডলার। ফিলিপিন্সে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ভুয়া এ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে ক্যাসিনো অপারেটর কিম অংয়ের ক্যাসিনোয় পাঠানো হয়। নীলফামারীতে কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিনদিনব্যাপী নীলফামারী উন্মুক্ত মঞ্চ চত্বরে শুরু হয়েছে বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলা। গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও মহিলাবিষয়ক অধিদফতর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। সোমবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মা ফেস্ট অনুষ্ঠিত ‘কেয়ারিং বিয়ন্ড প্রেসক্রিপশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের শীর্ষ ওষুধ প্রস্ততকারক কোম্পানি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সম্প্রতি মার্চ অনুষ্ঠিত হলো ‘ফার্মা ফেস্ট-২০১৭’। শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এবং স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া এবং উদ্ভাবনী ধারণা প্রদানের লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব ২০১০ সাল থেকে ফার্মা ফেস্ট আয়োজন করে আসছে। উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল ক্লাবের শিক্ষক উপদেষ্টা ঈসা অলিভ খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্টল প্রদর্শন করে শিক্ষার্থীদের অভাবনীয় চিন্তা দেখে মুগ্ধ হোন। বিজ্ঞপ্তি
×