ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেকারত্ব-বাকস্বাধীনতাহীনতার কারণে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি -এরশাদ

প্রকাশিত: ০৩:২৭, ২৭ মার্চ ২০১৭

বেকারত্ব-বাকস্বাধীনতাহীনতার কারণে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি -এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বাচাঁর অধিকার নেই। স্বাধীনভাবে চলার অধিকার নেই। বলার বা লেখার অধিকার নেই। বেকারত্ব আর বাকস্বাধীনতাহীনতার কারণে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ছাত্র সমাজের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিশেষ দূত এরশাদ বলেন, দেশে সুষ্ঠু গণতন্ত্র নেই। রাজনীতিবিদদের মধ্যে পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ নেই। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। সমাবেশের আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় প্রতীক ও হুসেইন মুহম্মদ এরশাদের মুর্যারল উম্মোচন করেন সাবেক এই রাষ্ট্রপতি। ছাত্র সমাবেশে এরশাদ আক্ষেপ করে বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে আমি ক্ষমতাসীন থেকে এ সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করেছিলাম। মনে করেছিলাম আমার মত অন্যরাও তাদের ছাত্র সংগঠন বিলুপ্ত করবে, কিন্তু করেনি। আজকে শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি। লেখা পড়ার পরিবেশ নেই। অধিকার আদায়ে স্বাধীন দেশে রাজপথে আন্দোলনে নামতে হবে কেন প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, আমি ক্ষমতালোভী নই, সেনাপ্রধানই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তখন ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলাম। কেউ তখন আমাকে সহযোগিতা করেনি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামরিক শাসন চিরতরে তুলে দেয়ার জন্যই ১৯৮৬ সালে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিলো। সাবেক এই সেনা শাসক ছাত্র সমাজ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তোমরা মধুর ক্যান্টিনে আমার জন্মদিন পালন করেছো। আগামীতে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনকে আরো শক্তিশালী করো। নতুন প্রজন্মের কাছে আমার উন্নয়নের ইতিহাস তুলে ধরো, দেখবে জাতীয় ছাত্র সমাজ দেশের সবচেয়ে বড় সংগঠনে পরিনিত হবে। জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি, উপদেস্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ইয়াসিন মৃধা প্রমুখ।
×