ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মাহবুব হত্যা মামলায় রাজীব গান্ধি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০২:৪৭, ২৭ মার্চ ২০১৭

গাইবান্ধায় মাহবুব হত্যা মামলায় রাজীব গান্ধি ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপুটি হত্যা মামলায় নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জয়নাল আবেদিন ওই রিমান্ড মঞ্জুর করেন। ওই হত্যাকান্ড সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গাইবান্ধা সদরের বল্লম ঝাড় ইউনিয়নের খামার টেংগরজানি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ডাঃ মাহবুবুর রহমান। তাকে ২০১৫ সালের ২ জুন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজির বাজার গ্রামে গুলি করে হত্যা করা হয়। রাজীব সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা গ্রামের মাওলানা ওসমান গণি মন্ডলের ছেলে। এদিকে একইদিন (সোমবার) বিকেলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জয়নাল আবেদিনের আদালতে সাঘাটার জেএমবি ক্যাডার ফজলে রাব্বি মন্ডলকে গুলি করে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজিব গান্ধী। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ওই হত্যার তথ্য উদঘাটনে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০০৭ সালে এলাকা থেকে পালিয়ে যাওয়া জেএমবি ক্যাডার ফজলে রাব্বি ঢাকার কেরানিগঞ্জে আত্মগোপন অবস্থায় ছিল। সে বসন্তের পাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে। ২০১৫ সালে ঈদ উপলক্ষে সে গোপনে বাড়িতে আসে। ওই সালের ২ জুন পার্শ্ববর্তী জুমারবাড়ি হাট থেকে তার এক সঙ্গীসহ বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধে সুইস গেটের কাছে দুটি মোটর সাইকেল তাদের সামনে অবরোধ সৃষ্টি করে এবং ফজলে রাব্বিকে খুব কাছে থেকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় সেখানে তিনি পড়ে গেলে মটর সাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
×