ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৪৮ পথচারীকে জরিমানা

প্রকাশিত: ০২:০৫, ২৭ মার্চ ২০১৭

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৪৮ পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে রাজধানীর উত্তরায় ৪৮ পথচারীকে জরিমানা করেছেন ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের এই জরিমানা করনে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, রাস্তা ও ফুটপাতে চলাচলে আইন লঙ্ঘন করায় ৪৮ জনকে ৫ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির উত্তরা ট্রাফিক জোন নেতৃত্বে এই অভিযান চলে। ডিএমপি’র ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জানান, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যে বিমানবন্দর ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি জানান, ভবিষ্যতেও রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে। অভিযানে ডিএমপির গুলশান জোনের (ট্রাফিক) এডিসি মোহাম্মদ নাজমুল আলম, উত্তরা জোনের (ট্রাফিক) এডিসি খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা, উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জিন্নাত আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
×