ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন

প্রকাশিত: ০১:৪৯, ২৭ মার্চ ২০১৭

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে শেষ মুহুর্থে উপ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। পোস্টার পোস্টারে ছেয়ে গেছে হাওর অধ্যুাষিত দুই উপজেলা। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ পদভারে মুখরিত দুই উপজেলার হাট-বাজার, বাড়ি-ঘর, মাঠ-প্রান্তর। দুই প্রার্থীর কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সমর্থনের আশায়। ৭০এর নির্বাচন থেকে এই আসনে নির্বাচন হয়ে আসছে সুরঞ্জিত-বনাম এন্টি সুরঞ্জিত। আগামী ৩০ মার্চ এই আসনটিতে নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে আশাবাদি নির্বাচন কমিশন। দলিয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিগত ৪৭ বছর ধরে দিরাই-শাল্লার নির্বাচন মানেই একজন সুরঞ্জিত। তাঁকে কেন্দ্র করে এই আসনে নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়। ব্যাক্তি সুরঞ্জিতের পক্ষে এবং বিপক্ষে মুলত এই আসনে নির্বাচন। তাঁর পক্ষের লোকজন শক্তিশালী হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন এবং তার বিপক্ষের লোকজন শক্তিশালী হলে তিনি পরাজিত হন। এটাই চলে আসছে ৭০এর নির্বাচন থেকে। রাজনৈতিক ময়দানে দাপটে এই নেতা বিহীন এইবার-ই প্রথম নির্বাচন হচ্ছে ৩০ মার্চ। বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুতে সুনামগঞ্জ-২আসন শূণ্য হয়। তার আসনে তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা (নৌকা) আ.লীগের মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন একসময় সুরঞ্জিতসেনর অনুসারী স্বতন্ত্র প্রার্থী কুয়েতের ধনকুবে সায়েদ আলী মাহবুব হোসেন রিজু (সিংহ প্রতীক)। তাকে সমর্তন দিয়েছে বিএনপি। সাথে রয়েছে আ.লীগের একটি অংশ। তাই তিনি নির্বাচনী ফলাফল নির্ধারনে জয়া সেনগুপ্তের বিপক্ষের বড় ফেক্টর হতে পারেন বলে সাধারণ ভোটারা মনে করছেন।
×