ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশিত: ০১:৩১, ২৭ মার্চ ২০১৭

হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সরকারী  কর্মকর্তাদের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ দুর্নীতির মূল শিকড় উৎপাটনের দৃঢ় প্রত্যয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে নেয়া সপ্তাহ ব্যাপী যৌথ কর্মসূচীর অংশ হিসেবে এদিন দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি প্রতিরোধে করনীয় ও আত্মসচেতনতা সৃষ্টি’ শীর্ষক জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাঃ জমির আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, বৃন্দাবন সরকারী কলেজের প্রিন্সিপাল ড. আব্দুল মালেক। সিভিল সার্জন হিমাংশু লাল রায়, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন আহমেদ, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও সংশ্লিস্ট প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মোঃ গিয়াস উদ্দিন, হবিগঞ্জ পলিট্যাকনিক্যাল ইন্সস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সোনালী ব্যাংক কর্মকর্তা সেলিম সিদ্দিকী, হবিগঞ্জ হাই স্কুলের শিক্ষক মৌলানা আনোয়ার আলী প্রমুখ।
×